সাউথ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

সাউথ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক মার্করাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:08 সোমবার, 06 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক পৃথক দল ঘোষণা করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। ওয়ানডে স্কোয়াডে খুব বেশি চমক না থাকলেও নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে এইডেন মার্করামের নাম ঘোষণা করে চমক দেখিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

সেই সঙ্গে সাউথ আফ্রিকা দলের সাদা বলের ব্যাটিং কোচ হিসেবে  নিয়োগ দেয়া হয়েছে জেপি ডুমিনিকে। সাবেক এই অলরাউন্ডারকে পূর্ণকালীন কোচ হিসেবে নিয়োগ দিলেও শুধু ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য বোলিং কোচ করা হয়েছে ররি ক্লেইনভেল্টকে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের নেতৃত্ব পেয়েছেন টেম্বা বাভুমা। এরপরই তিনি জানিয়েছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে চান তিনি। এবার হলোও তাই। তার বিকল্প হিসেবে মার্করামের কাঁধে নেতৃত্ব তুলে দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা একেবারে নতুন নয় মার্করামের। তিনি ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন। এমনকি কদিন আগেই শেষ হওয়া এসএ টোয়েন্টিতে তাকে সানরাইজার্স ইস্টার্ন ক্যাপের নেতৃত্ব দিতে দেখা গেছে।

নতুন অধিনায়ককে শুভকামনা জানিয়েছেন ক্রিকেট সাউথ আফ্রিকার ডিরেক্টর অব ক্রিকেট এনোচ এনকেউই। এক বিবৃতিতে তিনি বলেন, 'প্রোটিয়াদের টি-টোয়েন্টি দলের অধিনায়ক অধিনায়কের দায়িত্ব পাওয়ায় মার্করামকে অভিনন্দন। বিভিন্ন পর্যায়ে তার অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। এই দায়িত্ব পাওয়ার মতো আত্মবিশ্বাস এবং যোগ্যতা রয়েছে তার। সে যে সাউথ আফ্রিকাকে ভিন্ন পর্যায়ে নিয়ে যাবে তা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।'

ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে দুই তারকা পেসার এনরিক নরকিয়া ও কাগিসো রাবাদাকে। এই ফরম্যাটের দলে ৪ নতুন মুখ জায়গা পেয়েছে। এর মধ্যে রয়েছেন জেরাল্ড কোয়েটজি, রায়ান রিকেলটন, টনি ডি জর্জি ও ট্রিস্টান স্টাবস।ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন বিজর্ন ফরচুন ও সিসান্দা মাগালা। 

প্রথম দুই ওয়ানডের সাউথ আফ্রিকা দল-

টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েতজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিজর্ন ফরচুন, রিজা হ্যান্ডরিক্স, সিসান্দা মাগালা, কেশভ মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, রায়ান রিকেলটন, আন্দিলে ফেহলুকায়ো, ট্রিস্টান  স্টাবস, লিজাড উইলিয়ামস ও রসি ভ্যান ডার ডাসেন।

তৃতীয় ও শেষ ওয়ানডের সাউথ আফ্রিকা দল-

টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিজর্ন ফরচুন, রিজা হ্যান্ডরিক্স, মার্কো জানসেন, হ্যান্ডরিক্স ক্লাসেন, সিসান্দা মাঙ্গালা, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, রায়ান রিকেলটন, ওয়েইন পার্নেল, আন্দিলে ফেহলুকায়ো ও ত্রিস্তান স্টাবস।

সাউথ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড-

এইডেন মার্করাম (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিজর্ন ফরচুন, রিজা হ্যান্ডরিক্স, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্দা মাগালা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিক নরকিয়া, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, রাইলি রুশো, তাবরাইজ শামসি ও ট্রিস্টান স্টাবস।