ভারত- অস্ট্রেলিয়া সিরিজ

ফিরছেন না কামিন্স, আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:06 সোমবার, 06 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের স্পিন-স্বর্গে দিশেহারা হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। ব্যাটিং কিংবা বোলিং কোনো বিভাগেই ভারতের সঙ্গে পেরে উঠতে পারছিলেন প্যাট কামিন্সরা। তবে নেতৃত্ব পরিবর্তন হতেই বদলে যায় অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের অধিনায়কত্বে মাত্র সোয়া দুইদিনে রোহিত শর্মার দলকে হারায় সফরকারীরা। শেষ ম্যাচেও অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে যাচ্ছেন স্মিথ। কেননা অসুস্থ মায়ের পাশে থাকতে অস্ট্রেলিয়াতেই থেকে যাচ্ছেন প্যাট কামিন্স।

এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কামিন্সকে বাজে সময় পার করার জন্যে শুভকামনা জানিয়েছে তারা। একই সঙ্গে আহমেদাবাদে চতুর্থ টেস্টের জন্য অধিনায়ক হিসেবে স্মিথের নাম ঘোষণা করেছে তারা।

নাগপুর ও দিল্লি টেস্টে হেরে সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে থাকার পর অস্ট্রেলিয়ার বিমান ধরেন কামিন্স। মূলত মায়ের অসুস্থতার কারণে দেশে ফিরে যেতে হয় অস্ট্রেলিয়ার অধিনায়ককে। ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি ফিরতে পারেননি।

এদিকে চোটের কবলে পড়ে তৃতীয় ও শেষ টেস্টের দল থেকে আগেই ছিটকে গেছেন ডেভিড ওয়ার্নার। পেস ত্রয়ীর অন্যতম সদস্য জস হ্যাজেলউডও নেই। সব মিলিয়ে নিজেদের সেরা শক্তির দল ছাড়াই খেলতে হচ্ছে অজিদের।

এমন সময় কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্বভার এসে পড়ে স্মিথের কাঁধে। ইন্দোর টেস্টে প্রথম ইনিংসে ১০৯ রানে অল আউট করার পর ভারতকে পরের ইনিংসে অজিরা থামিয়েছে ১৬৭ রানে। মাত্র ৭৬ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া জয় পেয়েছে এক উইকেট হারিয়ে। পুরো ম্যাচে ভারতের ব্যাটারদের বিপক্ষে দুর্দান্ত ছিলেন ম্যাথু কুহনেমান ও নাথান লায়নরা।

এখন পর্যন্ত সবশেষ ১৮ মাসে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি টেস্ট মিস করেছেন কামিন্স। সবকটিতে নেতৃত্ব দিয়ে অজিদের জয় এনে দিয়েছেন স্মিথ। এর মধ্যে শেষ ম্যাচে পাওয়া জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।