অ্যাশেজ সিরিজ

অ্যাশেজে সব ম্যাচে খেলবেন না উড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:56 সোমবার, 06 মার্চ, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাটিতে আসন্ন অ্যাশেজ সিরিজে সবগুলো ম্যাচে খেলা হবে না মার্ক উডের। নিজেই এমন ভবিষ্যদ্বাণী করে রাখলেন ইংল্যান্ডের এই পেসার। মূলত ঘরের মাঠে ইংল্যান্ডের অন্যান্য পেসারদের ভিড়ে সুযোগ নাও মিলতে পারে তার।

ইংল্যান্ডের পেস বোলিং সামলানোর দায়িত্বে আছেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওকস, অলি রবিনসনদের মতো বোলাররা। ঘরের মাঠে তাই খেলার সুযোগ সেভাবে পান না ৩৩ বছর বয়সী উড।

যদিও এতে একটুও হতাশ নন উড। উইকেট বুঝে এক-দুটি ম্যাচ ভালোভাবে খেলতে পারলেই খুশি হবেন তিনি। তবে ঘরের বাইরে অ্যাশেজ হলে সবগুলো ম্যাচই খেলতে চাইতেন তিনি।

উড বলেন, 'আমি অবশ্যই পাঁচটি টেস্ট খেলব না। অস্ট্রেলিয়ার মাটিতে চারটি বা পাঁচটি টেস্ট খেলতে পারলে আমার ভালো লাগত। অধিনায়ক স্টোকস এবং কোচ ম্যাককালাম যদি আমাকে সেভাবে চায় তাহলে ওরকম বড় সিরিজে খেলতে আমারও ভালো লাগবে।'

'কিন্তু ঘরের মাঠে আমাদের বোলিংয়ের অপশন অনেক বেশি। এমনকি আমি চার টেস্ট খেলারও সুযোগ পাবো না। স্টোকস আমাকে এক বা দুই টেস্ট খেলাতে পারে যদি তাদের খুব গতির বোলার দরকার হয়।'

তবে ঘরের মাঠের ম্যাচগুলোতে যদি অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ব্রেন্ডন ম্যাককালামের পরিকল্পনায় থাকেন, তাহলেও নিজের সেরাটা দিতে মুখিয়ে থাকবেন উড। ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ কখনোই হাতছাড়া করতে চান না তিনি।

উড আরও বলেন, 'ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ আমি কখনোই হারাতে চাই না। তারা যদি আমাকে দলে চায় তাহলে অবশ্যই আমি খেলব এবং সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু তারা যদি আমাকে বিশ্রামে রাখতে চায়, তাহলে আমি পরের ম্যাচে খেলার জন্য মুখিয়ে থাকব।'