promotional_ad

সিরিজ হেরে বাংলাদেশের নজর আয়ারল্যান্ড-আফগানিস্তানে

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচ হেরেছে বাংলাদেশ। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে হেরেছে সিরিজও। ঘরের মাঠে টানা সিরিজ জিততে থাকা দলটি বিশ্বকাপের আগে এমন হারে কিছুটা বিবর্ণ। যদিও আয়ারল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজে জিতে ঘুরে দাঁড়াতে চায় তারা।


চলতি মাসে ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরপরই তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। এই সফরে একটি টেস্টও খেলবে আইরিশরা।


promotional_ad

তারও কিছুদিন পর, আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তে নিউজিল্যান্ডকে আতিথ্য দেওয়ার সুযোগও আছে বাংলাদেশের সামনে।


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে খেলতে বাংলাদেশ দল এখন চট্টগ্রামে। আপাতত শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়াতে চায় তামিম ইকবালের দল। আর বিশ্বকাপের প্রস্তুতি পূর্ণ করতে আয়ারল্যান্ড-আফগানিস্তান সিরিজে তো নজর আছেই!

বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ গণমাধ্যমকে বলেন, 'আমরা ইতোমধ্যে ইংল্যান্ডের কাছে দুই ম্যাচ হেরেছি। আমাদের ঘুরে দাঁড়ানোর পথ খুঁজতে হবে এখান থেকে। সামনে বিশ্বকাপ, আমাদের হাতে দুইটি সিরিজ আছে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। বিশ্বকাপ সামনে রেখে আমাদের সর্বোচ্চ সামর্থ্য দেখাতে হবে।'


প্রথম ওয়ানডেতে দাভিদ মালানের সেঞ্চুরির কাছে হারে বাংলাদেশ। আর দ্বিতীয় ওয়ানডেতে জেসন রয়ের সেঞ্চুরির কাছে হেরে যায় তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball