বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

‘বিস্মিত' তামিমের কাছে নাথিং এলস ম্যাটার্স ও এভ্রিথিং ইজ পসিবল

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 16:13 রবিবার, 26 ফেব্রুয়ারি, 2023

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজ ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তামিম ইকবাল-সাকিব আল হাসানের সম্পর্ক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের এক সাক্ষাৎকারে তোলপাড় দেশের ক্রিকেটে। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা পুরো পরিস্থিতিকে আখ্যা দিয়েছেন, 'এবারেরটা সবকিছুকে ছাড়িয়ে গেল' বলে। তবে অপেক্ষা ছিল তামিম ও সাকিবের মন্তব্যের। সেই অপেক্ষা দূর করে ষোলোকলা পূরণ তামিমের হাত ধরেই।

সিরিজ শুরুর আগে প্রথম অফিসিয়াল সংবাদ সম্মেলনে ঢুকে সাংবাদিকদের সংখ্যা দেখে বিস্মিত কণ্ঠে ওয়ানডে দলপতি বললেন 'বাপ রে বাপ'। পাপনের এমন মন্তব্যের পর এতসংখ্যক সংবাদকর্মী থাকবে এটা খানিকটা অনুমেয়ই ছিল। এদিকে সূচি অনুযায়ী তামিমের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল দুপুর একটায়। সংবাদ সম্মেলন কক্ষের ঘড়ির কাটা ১০ মিনিট পিছিয়ে, সেই ঘড়ি অনুযায়ী তামিম একটায় এলেও তখন বাজে মূলত দুপুর একটা দশ।

তামিমের বক্তব্য শুনতে রুমে ছিল সাংবাদিকদের ঢল! তাই তো কথা বলার এক পর্যায়ে ওয়ানডে দলপতি নিজেই বললেন, 'এতো সাংবাদিক একসঙ্গে আমি কখনও দেখিনি'। গুরুত্বপূর্ণ সিরিজের আগে আলোচনায় যখন দুই সিনিয়রের বন্ধুত্ব, তখন তামিম তৈরি হয়েই সংবাদ সম্মেলনে এসেছিলেন। গতকাল বিষয়টি সম্পর্কে অবগত হওয়া ওয়ানডে দলপতি তাই তো হাসি মুখে নিয়েই সব প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করেছেন।

'সিরিজের আগে এসব প্রশ্নের উত্তর দিতে কেমন লাগছে?’ এর উত্তরে বাঁহাতি ওপেনার বলেছেন, ‘এটার জন্য তৈরি ছিলাম।’ সাংবাদিকদের থেকে ছুটে আসা একের পর এক বাউন্সার বা ইয়র্কার স্বরূপ প্রশ্ন ঠিক সেভাবেই সামাল দিয়েছেন তামিম, যেমনটা গেল পরশুদিন বোলিং মেশিনে গ্রানাইটে অনুশীলন করতে গিয়ে বুক বরাবর লাফিয়ে ওঠা বল বল সামলেছেন।

সেদিন নেটে ভুল ধরিয়ে দিতে জেমি সিডন্স থাকলেও, 'বন্ধুত্বের' এই যুদ্ধে কারও সাহায্য ছাড়াই লড়াইটা করলেন তামিম। সাকিব-তামিমের দ্বন্দ্ব মেটাতে চেয়েও পারেননি, এমন কথা জানিয়েছিলেন খোদ বিসিবি সভাপতি। এর বাইরেও নাকি চেষ্টা চলেছে। একবার নাকি দুজন মুখোমুখিও হয়েছিলেন। তামিম সাড়া দিলেও সম্পর্ক ঠিক করার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না সাকিব। এ নিয়েও জানতে চাওয়া হয় তামিমের কাছে।

উত্তরে তিনি বলেন, ‘যা হয়েছে, দুজন ব্যক্তির মধ্যে হয়েছে। তারা দলের গুরুত্বপূর্ণ দুজন। এটা ওই রুমেই আটকে থাকা দরকার। আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না। আমাদের সম্পর্ক কেমন, আমরা একসঙ্গে কফি খাই নাকি এগুলো কোনো কিছু ম্যাটার করে না। যতক্ষণ অবধি আপনি দল ও দেশকে একশভাগ দিচ্ছেন। যদি এই জায়গায় কোনো সমস্যা হতো, আমি হয়ত বলতাম আপনাকে। আমি এখানে কোনো সমস্যা দেখি না। অনেকসময় ওর সঙ্গে আমার ব্যাট করতে হয়, তখন স্বাভাবিক থাকে। যখন সে উইকেট পায়, আমরা একসঙ্গে উদ্‌যাপন করি।’

সাকিবের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তামিম ইকবাল বারবারই বলেছেন মাঠে সবকিছু ঠিক থাকার কথা। ‘নাথিং এলস ম্যাটারস’ বাক্যটি বলেছেন একাধিকবার। তবে ফাটল ধরা এই সম্পর্ক কি ঠিক হওয়া সম্ভব? এমন প্রশ্নে তামিমের জবাব, ‘সম্ভব সবকিছুই। এভ্রিথিং ইজ পসিবল।’

বাংলাদেশ দলে তামিমের বন্ধু কে? তামিম বলেছেন, ‘সবাই, কোনো ডিপ্লোমেসি না। আমি তাসকিনের সঙ্গে ডিনারে যাই, তাইজুল, মিঠুন, শান্তর সঙ্গেও যাই। আমার অনেক বন্ধু। মুশফিকের সঙ্গে ডিনারে যাই। ফ্রেন্ড...দেখেন এটা পেশাদার জায়গা। আমার কাছে মনে হয় যে সবার সঙ্গে সবার সম্পর্ক একই লেভেলে আপনার থাকবে না। আমি নিশ্চিত আপনার অফিসে সবার সঙ্গে একই সম্পর্ক নেই। ’

‘কারো সঙ্গে বেশি থাকে, কারো সঙ্গে কম থাকে। কাউকে পছন্দ করেন, কাউকে করেন না। এটা এমনই। শুধু বাংলাদেশে না, বিশ্বের যেকোনো খেলাতেই একই ব্যাপার। বারেবারে একটাই কথা বলছি, যেটা ম্যাটার করে যখন আমরা একসঙ্গে মাঠে নামছি। কাকে কম পছন্দ করি, কাকে বেশি পছন্দ করি; এটা কোনো ম্যাটারই করে না। যখন আমরা একসঙ্গে মাঠে নামছি, তখন আমাদের মোটিভটা এক কি না। আমার কাছে ১০০ শতাংশ নিশ্চয়তা দিয়ে আমি বলতে পারি, মোটিভটা একই। একই কথা আমি বারবার বলছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন’ যোগ করেন তিনি।

বোর্ড সভাপতির মন্তব্যের পর কোনো মন্তব্য না করে এড়িয়ে যেতে পারতেন তামিম। কিন্তু তিনি চেয়েছেন পুরো বিষয়টি খোলাসা করতে। খুশি মনে উত্তর দিতে এসে জানিয়েছেন, মাঠে দল কেমন করছে সেটাই আসল। তবে তার বার্তাটিও যে সবার কাছে গুরুত্বপূর্ণ সেটা ভালো করেই জানেন ওয়ানডে অধিনায়ক।

তামিম বলেন, 'নো কমেন্টস’ বলে এড়িয়ে যাওয়া খুব সহজ হতো আমার জন্য। বলতে পারতাম যে শুধু সিরিজ নিয়ে কথা বলি। তবে আমার কাছে মনে হয়, আমার বার্তাটিও খুব গুরুত্বপূর্ণ। শুধু সাংবাদিকদের প্রতি নয়, বাংলাদেশ ক্রিকেটের ভক্তদের জন্য, সাকিবের ভক্ত, আমার ভক্ত, অন্যদের ভক্ত, সবার প্রতিই। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাঠে আমরা কেমন করছি। এই কারণেই খুশি মনে উত্তর দিতে প্রস্তুত ছিলাম।’