Connect with us

আইপিএল ২০২৩

সাকিবদের আইপিএলের পুরো মৌসুম খেলার অনুমতি দেবে না বিসিবি


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের ক্রিকেটারদের পুরো মৌসুম খেলার অনুমতি দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমনকি ইতোমধ্যে আইপিএলে দল পাওয়া ক্রিকেটারদের বিষয়টি জানিয়ে দিয়েছে বোর্ড।

আইপিএলের আগামী মৌসুমে বাংলাদেশ থেকে অংশ নেবেন তিনজন ক্রিকেটার। সাকিব আল হাসান ও লিটন দাস খেলবেন কলকাতা নাইট রাইডার্সে। মুস্তাফিজুর রহমান খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এবারই প্রথম বাংলাদেশের ৩জন ক্রিকেটার অংশ নিচ্ছে আইপিএলে।

এদিকে আইপিএল চলাকালীন ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ খেলবে বাংলাদেশ। আবার মে মাসে আইপিএল চলাকালীন আয়ারল্যান্ড সফরে যাবে সাকিব-লিটনরা। তাই পুরো মৌসুম আইপিএলের দলগুলো পাবে না তাদের।

যদিও এর আগে আন্তর্জাতিক সিরিজ চলাকালীন জাতীয় দল থেকে ছুটি নিয়ে আইপিএল খেলেছিলেন সাকিব-মুস্তাফিজরা। তবে গেল বছর ক্রিকেটারদের পুরো মৌসুম খেলতে দেয়নি বিসিবি। আর এবারও একই পথে হাঁটবে দেশের ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা।

আইপিএলে ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, ‘আমাদের এমন কোন পরিকল্পনা নেই। জাতীয় দলের খেলা বাদ দিয়ে অন্য কোন খেলায় অংশগ্রহণে অনুমতি দেয়ার পরিকল্পনা আমাদের নেই। এটা আমরা ওদের জানিয়েও দিয়েছি।’

সর্বশেষ আসরে ভালো করায় মুস্তাফিজকে রেখে দেয় দিল্লি ক্যাপিটালস। এছাড়া নতুন করে নিলাম থেকে দল পান সাকিব ও লিটন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে দেড় কোটি রুপিতে এবং লিটন দাসকে ৫০ লাখ রুপিতে দলে টেনেছে কলকাতা।

সর্বশেষ

২ এপ্রিল, রবিবার, ২০২৩

ভারতের ক্রিকেটের সেই ‘নায়ক’ আর নেই

২ এপ্রিল, রবিবার, ২০২৩

ফরহাদ-হাসানের নৈপুণ্যে শাইনপুকুরের জয়

২ এপ্রিল, রবিবার, ২০২৩

অনেকেই চেয়েছিল আমি ব্যর্থ হই: মরিস

২ এপ্রিল, রবিবার, ২০২৩

দিল্লির ফিল্ডারদের আরও ক্ষিপ্র হতে বলছেন পন্টিং

২ এপ্রিল, রবিবার, ২০২৩

সুপার ওভারের নাটকীয় ম্যাচে লঙ্কানদের জেতালেন আসালঙ্কা

২ এপ্রিল, রবিবার, ২০২৩

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের সহকারী কোচ মুশতাক

২ এপ্রিল, রবিবার, ২০২৩

মুস্তাফিজবিহীন দিল্লির ম্যাচে ওয়ার্নার কেবল ব্যবধানই কমালেন

১ এপ্রিল, শনিবার, ২০২৩

বিসিবি যেভাবে চেয়েছে সেভাবেই এনওসি পেয়েছি: সাকিব

১ এপ্রিল, শনিবার, ২০২৩

ইয়াসিরের ৯৬ রানে ভর করে প্রাইম ব্যাংকের বড় জয়

১ এপ্রিল, শনিবার, ২০২৩

হার দিয়ে আইপিএল শুরু কলকাতার

আর্কাইভ

বিজ্ঞাপন