promotional_ad

নারী আইপিএলের নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নারী আইপিএলের প্রথম আসর শুরু হচ্ছে ৪ মার্চ থেকে। এর আগে ১৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে বসবে নারী আইপিএলের মেগা নিলাম। নিলামে নাম জমা দিয়েছিলেন মোট ১ হাজার ৫২৫ ক্রিকেটার। যদিও চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে মাত্র ৪০৯ জন ক্রিকেটারকে।


এর মধ্যে ২৪৬ জন ভারতীয় ও ১৬৩ জন বিদেশি ক্রিকেটার রয়েছে। নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের ৯ ক্রিকেটার। পেস বোলারদের প্রথম সেটে জায়গা করে নিয়েছেন টাইগ্রেস পেসার জাহানারা আলম।


promotional_ad

অলরাউন্ডারদের দ্বিতীয় সেটে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার সালমা খাতুনকে। এ ছাড়াও স্বর্ণা আক্তার, নিগার সুলতানা জ্যোতি, রুমানা আহমেদ, নাহিদা আক্তার, লতা মণ্ডল, ঋতু মনি ও সোবহানা মুস্তারি রয়েছেন নারী আইপিএলের নিলামের তালিকায়।


সর্বোচ্চ ক্যাটাগরিতে রয়েছেন ২৪ ???ন ক্রিকেটার। তাদের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি করে। এর মধ্যে রয়েছেন হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানা, দীপ্তি শর্মা ও শেফালি ভার্মার মতো ক্রিকেটাররা।


প্রতিটি দল ১৫ থেকে ১৮ জন ক্রিকেটার নিয়ে দল সাজাতে পারবে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৯ জন নারী আইপিএলে দল খুঁজে পেতে পারেন। ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকাল ৩ টায় বসবে নারী আইপিএলের নিলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball