Connect with us

জিম্বাবুয়ে- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

চন্দরপলের ডাবল সেঞ্চুরি, লড়ছে জিম্বাবুয়েও


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ত্যাগনারায়ণ চন্দরপলের ডাবল সেঞ্চুরি এবং ক্রেইগ ব্র্যাথওয়েটের দেড়শ পার করা ইনিংসে বুলাওয়ে টেস্টের তৃতীয় দিনে ছয় উইকেটে ৪৪৭ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে তিন উইকেটে ১১৪ রান নিয়ে দিন শেষ করেছে জিম্বাবুয়ে। এখনও ৩৩৩ রানে পিছিয়ে স্বাগতিকরা।

প্রথম দুই দিন বৃষ্টি বাঁধা দিলেও এই টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে পুরোদমে। আর তাতে ডাবল সেঞ্চুরি হাঁকাতে ভুল করেননি চন্দরপল। ক্যারিয়ারের মাত্র পঞ্চম ইনিংসেই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি।

দেড়শ রানেই অবশ্য জীবন পান চন্দরপল। ব্যাকওয়ার্ড স্কয়ারে তার ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন চামু চিবাবা। তারপর অবশ্য আর পেছনে ফিরে তাকে হয়নি ক্যারিবিয়ান কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপলের ছেলেকে।

তিনটি ছক্কা ও ১৬টি চারে ৪৬৭ বলে ২০৭ রানে অপরাজিত ছিলেন তিনি। সঙ্গী ব্র্যাথওয়েটের অবশ্য দুর্ভাগ্য! ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ৩১২ বলে ১৮২ রান করে ওয়েলিংটন মাসাকাদজার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে মাঠ ছাড়েন।

উদ্বোধনী জুটি ভাঙার পর অবশ্য একেবারেই সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন মাভুতার অসাধারণ বোলিংয়ে পরবর্তী পাঁচ উইকেট হারায় ক্যারিবীয়রা। কাইল মায়ার্স ২০, রেমন রেইফার ২, জার্মেইন ব্ল্যাকউড ৫, রস্টন চেজ ৭ এবং জেসন হোল্ডার ১১ রানে ফিরে যান। ১৪০ রান খরচায় পাঁচ উইকেট নেন লেগ স্পিন অলরাউন্ডার মাভুতা।

ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৬৩ রান তুলে জিম্বাবুয়ে। ৮১ বলে ৩৩ রান করে আলজারি জোসেফের বলে ফিরে যান তানুনুরওয়া মাকনি। ২২ বলে ৯ রনা করে গুড়াকেশ মতির বলে ফিরে যান চামু চিবাবাও।

তারপর ব্র্যাথওয়েটের বলে অধিনায়ক ক্রেইগ আরভিন ১৩ রানে বোল্ড হলে দিনের খেলা শেষ হয় ১১৫ বলে ৫৯ রান করে একপ্রান্ত আগলে রেখেছেন ইনোসেন্ট কাইয়া।

তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ (১ম ইনিংস)- ৪৪৭/৬ (১৪৩ ওভার) (ইনিংস ঘোষণা) (চন্দরপল ২০৭*, ব্র্যাথওয়েট ১৮২; মাভুতা ৫/১৪০)।

জিম্বাবুয়ে (প্রথম ইনিংস)- ১১৪/৩ (৪১.৪ ওভার) (কাইয়া ৫৯*; ব্র্যাথওয়েট ১/৫)।

সর্বশেষ

২ এপ্রিল, রবিবার, ২০২৩

ফরহাদ-হাসানের নৈপুণ্যে শাইনপুকুরের জয়

২ এপ্রিল, রবিবার, ২০২৩

অনেকেই চেয়েছিল আমি ব্যর্থ হই: মরিস

২ এপ্রিল, রবিবার, ২০২৩

দিল্লির ফিল্ডারদের আরও ক্ষিপ্র হতে বলছেন পন্টিং

২ এপ্রিল, রবিবার, ২০২৩

সুপার ওভারের নাটকীয় ম্যাচে লঙ্কানদের জেতালেন আসালঙ্কা

২ এপ্রিল, রবিবার, ২০২৩

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের সহকারী কোচ মুশতাক

২ এপ্রিল, রবিবার, ২০২৩

মুস্তাফিজবিহীন দিল্লির ম্যাচে ওয়ার্নার কেবল ব্যবধানই কমালেন

১ এপ্রিল, শনিবার, ২০২৩

বিসিবি যেভাবে চেয়েছে সেভাবেই এনওসি পেয়েছি: সাকিব

১ এপ্রিল, শনিবার, ২০২৩

ইয়াসিরের ৯৬ রানে ভর করে প্রাইম ব্যাংকের বড় জয়

১ এপ্রিল, শনিবার, ২০২৩

হার দিয়ে আইপিএল শুরু কলকাতার

১ এপ্রিল, শনিবার, ২০২৩

সাব্বির-আল আমিনের নৈপুণ্যে টানা ষষ্ঠ জয় রূপগঞ্জের

আর্কাইভ

বিজ্ঞাপন