promotional_ad

‘ভারতে সিরিজ জেতা অ্যাশেজের চাইতেও কঠিন’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ জয়কে অ্যাশেজ জেতার চাইতেও বড় এবং কঠিন বলে মানছেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়া দলের এই দুই ব্যাটিং স্তম্ভের মতে অন্য যেকোনো দলের চাইতে ভারতের মাটিতে স্বাগতিকদের হারানো অনেক কঠিন।


ভারতের মাটিতে গত তিন সিরিজে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে (ভারত-অস্ট্রেলিয়া সিরিজ) জিততে পারেনি অস্ট্রেলিয়া। ২০১৬-১৭ মৌসুমে বিরাট কোহলির ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল স্টিভ স্মিথের অস্ট্রেলিয়া।


এর আগে ২০১২-১৩ মৌসুমে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়াকে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে মহেন্দ্র সিং ধোনির ভারত। তারও আগে ২০১০-১১ মৌসুমেও রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারায় ধোনির ভারত।


promotional_ad

এ ছাড়া শেষ কয়েক বছরে অস্ট্রেলিয়ার মাটিতেও দারুণ পারফর্ম করে ভারত। ২০১৮-১৯ এবং ২০২০-২১ মৌসুমে দুবার অস্ট্রেলিয়া সফর করে দুবারই টিম পেইনের দলকে ২-১ ব্যবধানে হারায় বিরাট কোহলির ভারত।


আসন্ন ৯ ফেব্রুয়ারি থেকে আবারও শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। এই সিরিজটিও সহজ হবে না বলে বিশ্বাস স্মিথের।


অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট সহ-অধিনায়কের মতে, 'সিরিজ বাদ দিন, এখানে একটি ম্যাচ জেতাও কঠিন। আমরা যদি পাহাড়ের চূড়ায় উঠতে পারি (সিরিজ জেতা...) সেটা অবশ্যই অনেক বড় ব্যাপার। আমি মনে করি, যদি আমরা ভারতে জিততে পারি তাহলে সেটা অ্যাশেজ জয়ের চাইতেও বড়।'


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার সুবাদে ভারতের মাটিতে অনেক বেশি ম্যাচ খেলা হয়েছে ডেভিড ওয়ার্নারের। তবুও গত কয়েক সিরিজে ঘরের মাটিতে বা ভারতে দলের ফলাফল পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি তিনি। স্মিথের সঙ্গে পুরোপুরি একমত ওয়ার্নারও।


এই ওপেনার বলেন, 'আমি সিরিজটি খেলতে মুখিয়ে আছি। এটা অবশ্যই কঠিন একটা কাজ। বিশ্বসেরা স্পিনারদের বিপক্ষে লড়াই চালিয়ে যেতে আমি অবশ্যই মুখিয়ে আছি। শেষবারের অ্যাশেজের দলে থাকা দারুণ ব্যাপার, তবে ভারতকে ভারতের মাটিতে হারানো অবশ্যই আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball