Connect with us

বাংলাদেশ - ইংল্যান্ড সিরিজ

ইংল্যান্ডে দেখা যাবে না সাকিব-বাটলারদের লড়াই!


প্রকাশ

:

ছবি :

|| ডেস্ক রিপোর্ট ||

চোট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততার কারণে বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে ছাড়া বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড। তারকা ঘাটতি ও দ্বিপাক্ষিক সিরিজে সম্প্রচার স্বত্ব কম লাভজনক হওয়ায় ইংল্যান্ডে সংশয় তৈরি হয়েছে সাকিব আল হাসান-জস বাটলারদের খেলা দেখানো নিয়ে। জানা গেছে, এখন পর্যন্ত বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেনি দেশটির কোনো টেলিভিশন ও রেডিও।

সবশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফর করেছিল ইংল্যান্ড। এরমাঝে সাত বছর কেটে গেলেও টাইগারদের মাটিতে দ্বিপাক্ষিক খেলতে আসেনি বাটলাররা। আগামী ২৪ ফেব্রুয়ারি তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে তারা। সিরিজ শুরুর এক মাসের কম সময় বাকি থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সম্প্রচার স্বত্ব কিনেনি যুক্তরাজ্যের কোনো টেলিভিশন ও রেডিও।

এমন খবর প্রকাশ করেছে ইংল্যান্ডের সংবাদমাধ্যম টেলিগ্রাফ। সিরিজের খেলা দেখানো নিয়ে খুব বেশি আগ্রহও নেই বলে জানিয়েছে তারা। দুটি কারণে এমনটি ঘটছে বলে মনে করেন তারা। যার একটি কারণ অ্যালেক্স হেলস, স্যাম বিলিংস, লিয়াম লিভিংস্টোন ও জনি বেয়ারস্টোদের মতো তারকা ক্রিকেটার না থাকা।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাওয়ায় আসছেন না হেলস ও বিলিংস। আর চোটের কারণে বাংলাদেশ সফরে নেই লিভিংস্টোন এবং বেয়ারস্টো। আরেকটি কারণ দেখানো হয়েছে দ্বিপাক্ষিক সিরিজে সম্প্রচার স্বত্বে লাভ কম হওয়া। যদিও তাদের দাবি শেষ মুহুর্তে কম দামে স্বত্ব কেনার জন্য অপেক্ষা করছে স্কাই স্পোর্টস ও টকস্পোর্ট।

এদিকে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ দেখিয়েছে বিটি স্পোর্টস। বর্তমানে ইংল্যান্ডে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেখাচ্ছে ভায়াপ্লে। তারা যদি বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের স্বত্ব কিনে তাহলে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সিরিজগুলো দেখতে হবে তিনটি ভিন্ন চ্যানেলে। যে কারণে তিনটি চ্যানেলের সাবস্ক্রিপনশন কিনতে হবে দেশটির সমর্থকদের।

আগামী ১ মার্চ শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ হবে ৩ ও ৬ মার্চ। প্রথম দুই ওয়ানডে ঢাকায় হলেও তৃতীয় ও শেষ ম্যাচটি হবে চট্টগ্রামে। ৯ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে হবে প্রথম টি-টোয়েন্টি। মিরপুরে শেষ দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ।

সর্বশেষ

২৩ মার্চ, বৃহস্পতিবার, ২০২৩

ভারতকে সিরিজ হারিয়ে ওয়ানডেতে শীর্ষে অস্ট্রেলিয়া

২২ মার্চ, বুধবার, ২০২৩

হ্যাটট্রিক ডাকে শচীনের পাশে সূর্যকুমার

২২ মার্চ, বুধবার, ২০২৩

আলাউদ্দিনের হ্যাটট্রিকের দিনে ব্যাটিংয়ে রঙ ছড়ালেন আকবর-এনামুল

২২ মার্চ, বুধবার, ২০২৩

আইপিএলে টসের পর একাদশ ঠিক করবেন ধোনি-রোহিতরা

২২ মার্চ, বুধবার, ২০২৩

মার্শালের সেঞ্চুরি, ইলিয়াসের পাঁচ উইকেটে অগ্রণী ব্যাংকের বড় জয়

২২ মার্চ, বুধবার, ২০২৩

রিশাদের চ্যালেঞ্জ সুযোগ কাজে লাগানোর, জাকেরের প্রমাণের

২২ মার্চ, বুধবার, ২০২৩

নাঈমের ঝড়ো সেঞ্চুরিতে হেসেখেলে জিতল আবাহনী

২২ মার্চ, বুধবার, ২০২৩

বাহবা নিতে আসিনি, ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি: ডোনাল্ড

২২ মার্চ, বুধবার, ২০২৩

রেকর্ড সেঞ্চুরিতে ৪ ধাপ এগোলেন মুশফিক

২২ মার্চ, বুধবার, ২০২৩

আফিফ-তানভিরদের চোখে চোখে রাখবেন নান্নু

আর্কাইভ

বিজ্ঞাপন