পিএসএল
পিএসএলের তারকাবহুল ধারাভাষ্য প্যানেলে নেই রমিজ
.jpg)
|| ডেস্ক রিপোর্ট ||
টিভির পর্দায় ক্রিকেটকে আরও প্রাণবন্ত করে তুলতে ধারাভাষ্যকারদের জুড়ি নেই। সেই সঙ্গে বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে মাঠের ক্রিকেটের সঙ্গে দর্শকদের মেলবন্ধন করে করে দেন তারা।
এজন্য যেকোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে কারা থাকছেন ধারাভাষ্য প্যানেলে। এবার চমক থাকছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ধারাভাষ্য প্যানেলেও।
জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি আসরে ধারাভাষ্য দিতে দেখা যাবে ওয়াকার ইউনিস, তারিক সাইদ, ড্যানি মরিসন, মার্ক বুচার, নিক রাইট, বাজিদ খান, সিকান্দার বখস, কাস নাইডু ও উরোজ মুমতাজের মতো তারকাদের।

উপস্থাপক হিসেবে রাখা হয়েছে জয়নব আব্বাস ও এরিন হল্যান্ডকে। তাদের উপস্থিতি নিঃসন্দেহে পিএসএলের রঙ বাড়াবে অনেক গুণ।
কদিন আগেই পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছিলেন রমিজ রাজা। এরপর নিজের পুরোনো পেশা ধারাভাষ্যে ফেরার কথা জানিয়েছিলেন তিনি।
যদিও পিসিবির সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়ে পিএসএলের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ পড়েছেন সাবেক এই পাকিস্তানি ব্যাটার।