Connect with us

পিএসএল

পিএসএলে ধারাভাষ্য দিতে ক্ষমা চাইতে হবে রমিজকে!


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুম শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। এরই মধ্যে এবারের আসরকে আরও জাঁকজমক করতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

বরাবরই পিএসএলের ধারাভাষ্য প্যানেলে থাকে তারকাদের ছড়াছড়ি। আগামী সপ্তাহেই ধারাভাষ্য প্যানেলের নাম ঘোষণার কথা রয়েছে পিসিবির। তবে এই প্যানেলে রমিজ রাজা থাকবেন কিনা তা নিয়েই যত জল্পনা কল্পনা।

পাকিস্তানের সরকার বদলের পর বাধ্য হয়েই নাজাম শেঠির হাতে পিসিবি সভাপতির দায়িত্ব ছেড়ে দিতে হয়েছে রমিজকে। এরপর নতুন বোর্ড নিয়ে একের পর এক বোমা ফাটাচ্ছেন রমিজ। আবারও নিজের পুরোনো পেশা ধারাভাষ্যে ফেরার কথা জানিয়েছেন।

যদিও রমিজের এখন পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে শেঠির বোর্ড। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার অভিযোগ করেছেন পিএসএলে ধারভাষ্য দিতে হলে তাকে নাকি ক্ষমা চাইতে হবে। যদিও এই বিষয়টি অস্বীকার করেছে পিসিবি।

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেছেন, ‘তারা চায় আমি আগে তাদের কাছে ক্ষমা চাই, এরপর ধারাভাষ্য দেওয়ার জন্য একটি আবেদন করি। ক্ষমা চাওয়ার পর তারা বিষয়টি ভেবে দেখবে।'

এরপর ভক্তদের উদ্দেশে রমিজ বলেন, ‘আপনারা কী মনে করেন যে আমার এটা করা উচিত?’

পিসিবির এক প্রতিনিধি রমিজের এমন বক্তব্যকে নাকোচ করে দিয়ে বলেছেন, ‘ধারাভাষ্য দেওয়ার ক্ষেত্রে রমিজ রাজার কোনো বাধা নেই। অন্তত পিসিবির দিক থেকে কোনো বাধা তো নেই–ই। তিনি যেখানে যখনই চান, ধারাভাষ্য দিতে পারেন। পিসিবি কোনো কিছুর জন্যই তাঁকে ক্ষমা চাইতে বলেনি। এর আগে সংবাদ সম্মেলনেও পিসিবি ম্যানেজমেন্ট কমিটি, নাজাম শেঠি এটা ব্যাখ্যা করেছে।’

সর্বশেষ

২৫ মার্চ, শনিবার, ২০২৩

সাইফউদ্দিনের ৪ উইকেট আর নাইমের হাফ সেঞ্চুরিতে জিতল আবাহনী

২৫ মার্চ, শনিবার, ২০২৩

৭৬ রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ডে শ্রীলঙ্কা

২৫ মার্চ, শনিবার, ২০২৩

আইপিএলের শুরুতে মহসিনকে পাবে না লক্ষ্ণৌ

২৫ মার্চ, শনিবার, ২০২৩

স্বাধীনতা দিবসে প্রীতি ম্যাচে মাঠে নামছেন নান্নু-সুজনরা

২৫ মার্চ, শনিবার, ২০২৩

নবির ঝলকে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয়

২৫ মার্চ, শনিবার, ২০২৩

আরিফুলের অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশের যুবাদের জয়

২৪ মার্চ, শুক্রবার, ২০২৩

আইপিএল নিলামে নিষিদ্ধ হচ্ছেন সাকিব-লিটনরা!

২৪ মার্চ, শুক্রবার, ২০২৩

জন্মদিনে সাকিবের মহতী উদ্যোগ, প্রতিষ্ঠা করলেন ক্যান্সার ফাউন্ডেশন

২৪ মার্চ, শুক্রবার, ২০২৩

পান্তই আমাদের আসল নেতা: পন্টিং

২৪ মার্চ, শুক্রবার, ২০২৩

রাব্বির সেঞ্চুরির পর জিয়াউরের ৪ উইকেটে জিতল শেখ জামাল

আর্কাইভ

বিজ্ঞাপন