promotional_ad

সিরিজ জিতেও শাস্তি পেল সাউথ আফ্রিকা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিরিজ জিতেও শেষ ওয়ানডেতে দুঃসংবাদ পেয়েছে সাউথ আফ্রিকা। তৃতীয় ওয়ানডেতে হারের সঙ্গে শাস্তিও পেতে হচ্ছে টেম্বা বাভুমার দলকে। মন্থর ওভার রেটের কারণে আর্থিক জরিমানা করা হয়েছে দলটির ক্রিকেটারদের।


কিম্বার্লিতে বুধবারের ম্যাচে নির্ধারিত সময় এক ওভার কম করে সাউথ আফ্রিকা। এর পরদিনই স্বাগতিক দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।


promotional_ad

আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়। সঙ্গে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের ম্যাচ হওয়ায় পয়েন্টও কাটা হয়েছে দলটির।


সুপার লিগের প্লেয়িং কন্ডিশন অনুসারে, প্রতি ওভার কমের জন্য কেটে নেওয়া হয় এক পয়েন্ট। সে জন্য ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে ভুল স্বীকার করে নেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। যে কারণে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।


ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ৫৯ রানে হারে দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের ৩৪৬ রান তাড়া করতে গিয়ে স্বাগতিকরা অল আউট হয় ২৮৭ রানে। তবে ২-১ ব্যবধানে সিরিজটি জিতেছে প্রোটিয়ারা।


চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে শঙ্কায় আছে সাউথ আফ্রিকা। সুপার লিগের ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে তারা। তবে নেদ্যারলান্ডের সঙ্গে সামনের দুটি ম্যাচ জিতলে এই পথ সহজ হতে পারে তাদের জন্য, সঙ্গে বাকি দলগুলোর ফলাফলের ওপরও নির্ভর করবে অনেক হিসেব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball