ক্রিকেট অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস ২০২২

চতুর্থবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা স্মিথ, টেস্টের বর্ষসেরা খাওয়াজা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:19 সোমবার, 30 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন স্টিভ স্মিথ। ১৭১ ভোটে চতুর্থবার ‘অ্যালান বোর্ডার মেডেল' জিতলেন দেশটির সাবেক এই অধিনায়ক। নারীদের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বেথ মুনি। ১২৯ ভোট পেয়ে দ্বিতীয়বার 'বেলিন্দা ক্লার্ক অ্যাওয়ার্ড' জিতলেন এই অজি। 

দেশটির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন উসমান খাওয়াজা। টি-টোয়েন্টিতে বর্ষসেরা মার্কাস স্টয়নিস ও ওয়ানডের বর্ষসেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। নারীদের মধ্যে ওয়ানডের বর্ষসেরা হয়েছেন বেথ মুনি। তাহিলা ম্যাকগ্রা হয়েছেন টি-টোয়েন্ট ফরম্যাটের বর্ষসেরা ক্রিকেটার।

চতুর্থবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা হতে স্মিথ পেছনে ফেলেছেন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নারকে। হেড ১৪৪ ও ওয়ার্নার ১৪১ ভোট পেয়ে দ্বিতীয় ও তৃতীয় হন। নারীদের ক্রিকেটে মুনি সেরা হওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন মেগ লেনিং ও তাহিলা ম্যাকগ্রাকে।

দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ১২তম মৌসুমের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ম্যাট শর্ট। এছাড়া ঘরোয়া ক্রিকেটের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাইকেল নিসার ও 'ব্র্যাডম্যান' বর্ষসেরা তরুণ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন ল্যান্স মরিস।  

বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্সের পর প্রতিবছর ক্রিকেটারদের পুরস্কৃত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। ২০২২ সালের পারফরম্যান্সের ভিত্তিতে সোমবার সিডনির র‍্যান্ডউইকে বিভিন্ন ক্যাটাগরিদের ক্রিকেটারদের পুরস্কার দেয়া হয়। সাবেক খেলোয়াড়, আম্পায়ার ও গণমাধ্যম প্রতিনিধিদের ভোটে নির্বাচিত করা হয় বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটারদের। 

প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে অমর করে রাখতে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘শেন ওয়ার্ন মেন’স টেস্ট ক্রিকেটার অব দা ইয়ার’ করার ঘোষণা গেল বছরই দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এরই সুবাদে প্রথমবারের মত ওয়ার্নের নামের এই ট্রফি জিতলেন উসমান খাওয়াজা। 

২০১৯ সালের অ্যাশেজ পর ৪৫ টেস্টে থেমে গিয়েছিল খাওয়াজার ক্যারিয়ার। তবে ৩ বছর পর ট্রাভিড হেড করোনা আক্রান্ত হওয়ায় অ্যাশেজই ফের জাতীয় দলের দরজা খুলে এই অজির। এরপর আর পেছনে ফেরেননি খাওয়াজা। ১১ টেস্টে প্রায় ৮০ গড়ে হাজারের ওপর রান করে পুরস্কারটি নিজের করে নিয়েছেন কুইন্সল্যান্ডের এই ক্রিকেটার। 

এদিকে চতুর্থবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা হওয়া স্মিথ ২০২২ সালে তিন ফরম্যাটে প্রায় ৫৬ গড়ে করেছেন ১৫৪৭ রান। এই ব্যাটার টেস্টে তিন সেঞ্চুরিসহ ৭২ গড়ে রান করেছেন ৮৬৩ ও ওয়ানডেতে ৬৭.৩৭ গড়ে ১১ ম্যাচে করেছেন ৫৩৯ রান।এর আগে ২০১৫, ২০১৮ ও ২০২১ সালে অ্যালেন বোর্ডার মেডেল জিতেছিলেন তিনি।

স্মিথের সমপরিমাণ ৪বার করে এই মেডেল জিতেছেন অস্ট্রেলিয়ার দুই সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক ও রিকি পন্টিং।২০০০ সালে এই পুরস্কার শুরুর পর থেকে এখন পর্যন্ত কেউ পাঁচ বার এই সাফল্য পায়নি।