আইপিএল

মাহি ভাই নিজেই এসে বলে এটা করলে ভালো হবে: মুস্তাফিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:25 বৃহস্পতিবার, 25 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএলে বিদায় ঘণ্টা বেজে গেছে মুস্তাফিজুর রহমানের। আর মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ আছে বাঁহাতি এই পেসারের সামনে। আইপিএল খেলার অভিজ্ঞতা নিয়ে সাম্প্রতিক সময়ে মুখ খুলেছেন মুস্তাফিজ নিজেই। দলটিতে মহেন্দ্র সিং ধোনি এবং ডোয়াইন ব্রাভোর পরামর্শ কাজে লেগেছে বাংলাদেশে এই পেসারের।

চেন্নাইয়ের অধিনায়কত্ব ছেড়ে দিলেও কার্যত দলটির ফিল্ডিং সাজানো থেকে শুরু করে অনেক কিছুতে এখনও সিদ্ধান্ত নিতে দেখা যায় ধোনিকে। অপরদিকে ব্রাভো দলটির পেস বোলিং কোচ। ম্যাচে মাঠের ভেতর বা বাইরে থেকে এই দুজনই মুস্তাফিজের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেন।

মুস্তাফিজ বলেন, 'জাতীয় দলে খেলছে যেমন সবাই বন্ধুত্বপূর্ণ। এখানেও আসার পর আমরা আনইজি মনে হয়নি। আমার মনে হয় এটা চেন্নাইয়ের খুব ভালো দিক। মাহি ভাই কিছু ফিল্ডিং সেটআপ, ডিজে ব্রাভো ডেথ ওভারের দিকে কিছু ফিল্ডিং সেটআপের কথা বলেছিল।'

'ছোট ছোট জিনিসগুলা খুব ভালো কাজে লেগেছে। বোলিং নিয়েই কথা হয় আমার তো এমনিতে বাইরে কম কথা হয়। মাঠেই কথা হয় টুকটাক যে কোনটা করলে কি হয়। মাহি ভাই এসে আমারে বলে এটা করলে ভালো হতো।'

কয়েকদিন আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন, আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের কিছুই শেখার নেই। বরং ভারতের অনেক (তরুণ) ক্রিকেটারই তার কাছ থেকে শিখবে। এমন মন্তব্যের সঙ্গে একমত নন মুস্তাফিজ নিজেও। আইপিএলে শেখার অনেক কিছুই দেখছেন তিনি।

মুস্তাফিজ বলেন, 'অন্য যেকোন টুর্নামেন্টের থেকে আইপিএলে সব তারকারা থাকে সব দেশের। এখানে যদি আমি সফল হই অন্য জায়গায় সফল হওয়াটা সহজ হবে আমার কাছে মনে হয়। বেশি ভালো লাগা কাজ করে যে সময় বড় দলের বিপক্ষে খেলি আর বড় দলের বিপক্ষে যদি আপনি পারফর্ম করেন সেটা হাইলাইটস হয় বেশি। স্বাভাবিকভাবে আমার সবসময় বড় দলের বিপক্ষে খেলতে ভালো লাগে। দর্শক থাকে, সব কিছুই অন্যরকম।'

মূলত জিম্বাবুয়ে সিরিজে খেলানোর জন্য মুস্তাফিজকে ফিরিয়ে আনছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশে ফেরার আগে ১লা মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবেন মুস্তাফিজ। ৩০ এপ্রিল পর্যন্ত অনাপত্তি পত্র দেয়া হলেও পাঞ্জাবের বিপক্ষে খেলার জন্য মুস্তাফিজকে একদিন ছুটি বাড়িয়ে দেয় বিসিবি।

পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলে পরদিন বাংলাদেশে আসবেন মুস্তাফিজ। এরপর ৩ মে থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে যোগ দেবেন বাঁহাতি এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে কয়েকদিন বিরতি থাকলেও তাকে আইপিএল খেলতে পাঠাবে না বিসিবি। মূলত বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার আগে মুস্তাফিজকে বিশ্রাম দিতে চায় তারা।

চেন্নাই সুপার কিংসের জার্সিতে বল হাতে সময়টা বেশ ভালো যাচ্ছে মুস্তাফিজের। লক্ষ্ণৌ সুপার কিংসের বিপক্ষে বাজে দিন পার করলেও ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় পাঁচ নম্বরে আছেন বাংলাদেশের এই পেসার। চেন্নাই একাদশের নিয়মিত সদস্য তিনি।