বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বিশ্বকাপ নয়, বর্তমানে চোখ তানজিদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:37 শনিবার, 04 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরটা স্বপ্নের মতো কেটেছে তানজিদ হাসান তামিমের। ১২ ম্যাচে করেছিলেন ৩৮৪ রান। এমন পারফরম্যান্সের পরই তাকে টি-টোয়েন্টি দলে সুযোগ দেয়ার দাবি তুলেছিলেন অনেকে। যদিও সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে টি-টোয়েন্টিতে ছিলেন না তানজিদ।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে ডাকা হয়েছে। গুঞ্জন আছে বিশ্বকাপ দলেও সুযোগ পাচ্ছেন এই ওপেনার। জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টিতে ৪৭ বলে ৬৭ করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তানজিদ। 

এরপর বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ব্রডকাস্টার টি-স্পোর্টসের সঙ্গে আলাপকালে এই ওপেনার জানিয়েছেন তার ভাবনাতে বিশ্বকাপ নেই। আপাতত বর্তমান নিয়ে চিন্তা করতে চান তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ খেললেও দুইবার জীবন পেয়েছেন তিনি। তানজিদ জানিয়েছেন ভাগ্য সহায় ছিল দেখেই এমন ইনিংস খেলতে পেরেছেন তিনি।

এই ওপেনারের ভাষ্য, 'আমি এভাবে চিন্তা করি না। এটা খেলার মাঝে হয়ে থাকে (জীবন পাওয়া)। আল্লাহ আমাকে দিছে, বাকিটা হয়ে গেছে।' চট্টগ্রামের মাঠে ভাল কিছু ইনিংসের স্মৃতি আছে তানজিদের। বিপিএলে এই মাঠেই ৬৫ বলে ১১৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

তানজিদ জানালেন যেকোনো মাঠেই দলের জন্য অবদান রাখাই তার মূল লক্ষ্য থাকে। তিনি বলেন, 'সে রকম নয়। যেকোনো মাঠে ভালো খেললেই সেটা বিশেষ হয়ে যায়। তাই আমি সেভাবে চিন্তা করি না। চিন্তা করি, যে মাঠেই খেলি না কেন, যেন দলের জন্য ভালো কিছু এনে দিতে পারি।'

বিশ্বকাপ ভাবনার কথা জানিয়ে তানজিদ বলেম, 'সামনে বিশ্বকাপ না কী আছে, তা নিয়ে চিন্তা করি না। সব সময় বর্তমানে থাকার চেষ্টা করি। আমি শুধু আমার স্বাভাবিক ব্যাটিংটাই করেছি। আমি আমার স্বাভাবিক খেলাটা খেলেছি। আমি সাধারণত যে জায়গায় বল পেলে শট খেলি, ঠিক তা–ই করেছি। ইতিবাচক থাকার চেষ্টা করি।'

বেশ আগ্রাসী ওপেনার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তানজিদ। তবে পরিস্থিতি ভিন্ন হলে তার সঙ্গে মানিয়ে নিয়েও ব্যাটিং করতে পারদর্শী তিনি। মূলত এই গুণের কারণেই বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন তরুণ এই ওপেনার। তানজিদ জানিয়েছেন সময়ের দাবি মেটানোই তার লক্ষ্য থাকে।

তিনি বলেন,  'আমি সব সময় ইতিবাচক মানসিকতায় খেলার চেষ্টা করি। স্ট্রাইকরেট আমার বেশি হলো কিনা কম হলো এটা ভাবি না। কোনো উইকেটে স্ট্রাইকরেট বেশি নিয়ে খেলা ভালো, কোনো উইকেটে আবার স্ট্রাইকরেট কম নিয়ে খেলা ভালো। এটা কন্ডিশন বিবেচনায় করতে হয়।'