Connect with us

বিপিএল

মোসাদ্দেকের ভুলের অপেক্ষায় ছিলেন ইয়াসির


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

শেষ দুই বলে ৮ রানের সমীকরণের সামনে দাঁড়িয়েছিল খুলনা টাইগার্স। তখন স্ট্রাইকে দলটির অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। মোসাদ্দেক হোসেনের করা শেষ ওভারের পঞ্চম বলটি ছিল ইয়র্কারের মতোন। সেই বলটি ডিপ মিড উইকেটে ঠেলে দিয়ে ২ রান নিয়েছিলেন ইয়াসির।

শেষ বলে ছক্কা মারলেই ম্যাচ খুলনার। এমন অবস্থাতে দলকে জেতাতে পারেননি তিনি। অফ স্টাম্পের বল লং অফে ঠেলে দিয়ে এক রান নিতে পেরেছেন কেবল। এর ফলে খুলনা হেরেছে ৪ রানের ব্যবধানে। ম্যাচ শেষে সেই সময়ের পরিস্থিতির ব্যাখ্যা দিয়েছেন ইয়াসির।

তিনি জানিয়েছেন শেষ বলে বোলারের ভুলের আশায় ছিলেন তিনি। বল দেখে বড় শটের চিন্তা নিয়েই স্টান্স নিয়েছিলেন তিনি। তবে মোসাদ্দেক বল হাতে কোনো ভুল করেননি। ইয়াসিরেরও সেই বলটি উড়িয়ে মারার কোনো সুযোগ ছিল না।

ম্যাচ শেষে ইয়াসির বলেন, '(পরিকল্পনা ছিল) বল দেখব, মারব…অলআউট চেষ্টা করব…।' সঙ্গে যোগ করেন, 'তার পরিকল্পনা আমি জানতাম যে ব্লকেই করবে। তবে ব্লকে করার পরিকল্পনা সবসময় বাস্তবায়ন করা কঠিন স্পিনারদের জন্য… আমার ভাবনা ছিল, একটু যদি এদিক-সেদিক হয়, তাহলে ছক্কা মেরে দিতে পারি।'

১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে খুলনাকে প্রত্যাশিত শুরু এনে দিতে পারেননি তামিম ইকবাল-অ্যান্ডি বালবির্নিরা। দুই ওপেনার আউট হলে দ্রুত রান তুলতে ব্যর্থ হয়েছেন শেই হোপ। শেষ পর্যন্ত তাদের এই ধীর ব্যাটিংয়ের মাশুল দিল হলো খুলনাকে।

ইয়াসির অবশ্য কাউকে দায়ী করেননি। তিনি বলেছেন, 'আসলে ওভাবে কিছু বলার নেই। ও (শেই হোপ) ছিল বলে হয়তো আমার জন্য খেলাটা সহজ হচ্ছিল। ও থাকলে অন্যরকম চিত্র হতে পারত। খেলাটা তো ক্রিকেট, কেউ ইচ্ছে করে খারাপ খেলতে চায় না, ইচ্ছে করে আউটও হয় না। দুর্ভাগ্যজনকভাবে সে আউট হয়ে গেছে, আমার জন্য কাজটা কঠিন হয়ে গেছে।'

সর্বশেষ

২ এপ্রিল, রবিবার, ২০২৩

ফরহাদ-হাসানের নৈপুণ্যে শাইনপুকুরের জয়

২ এপ্রিল, রবিবার, ২০২৩

অনেকেই চেয়েছিল আমি ব্যর্থ হই: মরিস

২ এপ্রিল, রবিবার, ২০২৩

দিল্লির ফিল্ডারদের আরও ক্ষিপ্র হতে বলছেন পন্টিং

২ এপ্রিল, রবিবার, ২০২৩

সুপার ওভারের নাটকীয় ম্যাচে লঙ্কানদের জেতালেন আসালঙ্কা

২ এপ্রিল, রবিবার, ২০২৩

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের সহকারী কোচ মুশতাক

২ এপ্রিল, রবিবার, ২০২৩

মুস্তাফিজবিহীন দিল্লির ম্যাচে ওয়ার্নার কেবল ব্যবধানই কমালেন

১ এপ্রিল, শনিবার, ২০২৩

বিসিবি যেভাবে চেয়েছে সেভাবেই এনওসি পেয়েছি: সাকিব

১ এপ্রিল, শনিবার, ২০২৩

ইয়াসিরের ৯৬ রানে ভর করে প্রাইম ব্যাংকের বড় জয়

১ এপ্রিল, শনিবার, ২০২৩

হার দিয়ে আইপিএল শুরু কলকাতার

১ এপ্রিল, শনিবার, ২০২৩

সাব্বির-আল আমিনের নৈপুণ্যে টানা ষষ্ঠ জয় রূপগঞ্জের

আর্কাইভ

বিজ্ঞাপন