Connect with us

ভারত-নিউজিল্যান্ড সিরিজ

আর্শদীপের ভুল ধরিয়ে দিলেন কাইফ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২১ রানে হেরেছে ভারত। এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করেছিল কিউইরা। জবাবে ভারত থেমেছে ১৫৫ রানে।

ব্যাটারদের ব্যর্থতার পরও অনেকে ম্যাচ হারের দায় পেসার আর্শদীপ সিংকে দিচ্ছেন। তিনি শেষ ওভার করতে এসে তিন ছক্কায় মোট ২৭ রান দিয়েছিলেন। মূলত এ কারণেই তাকে দায়ী করা হচ্ছে। এর মধ্যে একটি ছিল নো বল। যদিও ম্যাচ শেষে আর্শদীপের নো বলের কারণ খুঁজে পেয়েছেন মোহাম্মদ কাইফ।

তিনি নো বলের জন্য আর্শদীপের দীর্ঘ রান আপকে দায়ী করেছেন। কাইফ মনে করেন দীর্ঘ রান আপ নিয়ে নিজের শক্তি নষ্ট করছেন ভারতের এই পেসার। এ কারণে তাকে বোলিং নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন সাবেক এই ভারতীয় পেসার।

কাইফ বলেছেন, ‘আর্শদীপের রান আপ দীর্ঘ, যার মানে তার নো বল নিয়ে সমস্যা হতে পারে। সেখানেও সে শক্তি নষ্ট করছে। সুতরাং, এই ওভার-স্টেপড নো-বলের পিছনে প্রধান কারণ হল তার দীর্ঘ রান আপ এবং যেহেতু তিনি বোলিং করার সময় অনেক দল পরিবর্তন করেন, কখনও রাউন্ড দ্য উইকেট আবার কখনও ওভার দ্য উইকেট। তাই, তাকে বেসিক নিয়ে কাজ করতে হবে এবং কিছুটা বিশ্রাম নিতে হবে। সে একজন ভালো বোলার কিন্তু তার দিন ভালো কাটেনি।’

স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে আর্শদীপের বোলিং নিয়ে হতাশা ব্যক্ত করতে দেখা গেছে ভারতের সাবেক ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারকেও। আর্শদীপের বোলিংয়ের সবচেয়ে বড় দক্ষতা ওয়াইড ইয়র্কারে। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তার বোলিংয়ের সেই ধাঁর না দেখে হতাশা বাঙ্গার।

তিনি বলেন,  ‘আর্শদীপ আজ খুব কার্যকর ছিল না। তিনি সেই ওয়াইড ইয়র্কারগুলির জন্য পরিচিত যা ব্যাটসম্যানদের কষ্ট দেয় কিন্তু আজ, তিনি বেশিরভাগ স্লটে বোলিং করছিলেন। আমি মনে করি তাকে তার বোলিং নিয়ে একটু ভাবতে হবে এবং স্মার্ট সিদ্ধান্ত নিতে হবে। এটা একটা যাত্রা। আপনি ভালো শুরু করতে পারেন কিন্তু এমন ম্যাচ থাকবে যেখানে আপনার দক্ষতা পরীক্ষা করা হবে।'

সর্বশেষ

২৩ মার্চ, বৃহস্পতিবার, ২০২৩

ভারতকে সিরিজ হারিয়ে ওয়ানডেতে শীর্ষে অস্ট্রেলিয়া

২২ মার্চ, বুধবার, ২০২৩

হ্যাটট্রিক ডাকে শচীনের পাশে সূর্যকুমার

২২ মার্চ, বুধবার, ২০২৩

আলাউদ্দিনের হ্যাটট্রিকের দিনে ব্যাটিংয়ে রঙ ছড়ালেন আকবর-এনামুল

২২ মার্চ, বুধবার, ২০২৩

আইপিএলে টসের পর একাদশ ঠিক করবেন ধোনি-রোহিতরা

২২ মার্চ, বুধবার, ২০২৩

মার্শালের সেঞ্চুরি, ইলিয়াসের পাঁচ উইকেটে অগ্রণী ব্যাংকের বড় জয়

২২ মার্চ, বুধবার, ২০২৩

রিশাদের চ্যালেঞ্জ সুযোগ কাজে লাগানোর, জাকেরের প্রমাণের

২২ মার্চ, বুধবার, ২০২৩

নাঈমের ঝড়ো সেঞ্চুরিতে হেসেখেলে জিতল আবাহনী

২২ মার্চ, বুধবার, ২০২৩

বাহবা নিতে আসিনি, ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি: ডোনাল্ড

২২ মার্চ, বুধবার, ২০২৩

রেকর্ড সেঞ্চুরিতে ৪ ধাপ এগোলেন মুশফিক

২২ মার্চ, বুধবার, ২০২৩

আফিফ-তানভিরদের চোখে চোখে রাখবেন নান্নু

আর্কাইভ

বিজ্ঞাপন