Connect with us

বিপিএল

জাতীয় দল নিয়ে নাসিরের ‘ইউটার্ন’


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট, সিলেট থেকে ||

‘জাতীয় দলে অবশ্যই খেলতে চাই। তবে এটা তো আমার হাতে নেই।’ কদিন আগে এমন আশার কথা শুনিয়েছিলেন নাসির হোসেন। এদিকে জাতীয় দলের বিবেচনায় আসতে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন মিনহাজুল আবেদিন নান্নু। তবে সপ্তাহখানেক পেরিয়ে যেতেই জাতীয় দলে ফেরা নিয়ে ইউটার্ন নিলেন নাসির। জাতীয় দল কিংবা বাংলাদেশ টাইগার্সে সুযোগ পাওয়ার কথা ভাবছেন না ঢাকা ডমিনেটর্সের অধিনায়ক।

সবশেষ ২০১৮ সালে বাংলাদেশের জার্সিতে খেলেছেন নাসির। এরপর মাঠের বাইরে ও ভেতরে নানা চড়াই-উতরাই পার করেছেন তিনি। মাঠের বাইরের নানা কাণ্ডেন সেভাবে পারফর্মও করতে পারছিলেন না এই অলরাউন্ডার। তবে বিপিএলের এবারের আসরের নিজের সেরা ছন্দে রয়েছেন ঢাকার অধিনায়ক। বিসিএলের ওয়ানডে সংস্করণের ফর্ম ধরে রেখেছেন বিপিএলেও।

দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্টের এবারের আসরে ব্যাট হাতে ৮ ম্যাচে ৫৮.২০ গড়ে ২৯১ রান করেছেন নাসির। পুরো আসরে দুই হাফ সেঞ্চুরি পাওয়া এই ব্যাটারের স্ট্রাইক রেট ১২৫.৯৭। যেখানে ফরচুন বরিশালের বিপক্ষে অপরাজিত ৫৪, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথম ম্যাচে ৪৪ আর পরের ম্যাচে করেছিলেন ৩৯ রান। এ ছাড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪৫ বলে অপরাজিত ৬৬ রানের ইনিংস আছে তার।

কুমিল্লার বিপক্ষে এমন ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এসে নাসির বলেছিলেন, ‘জাতীয় দলে অবশ্যই খেলতে চাই। তবে এটা তো আমার হাতে নেই। আমার কাজ মাঠে পারফর্ম করা। সেটাই করতে চাই।’ নাসিরের এমন কথার পর তাকে ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছিলেন কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। নাসিরকে নিয়ে আশার কথাও শুনিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক নান্নু।

যদিও জাতীয় প্রসঙ্গে বদলে গেল নাসিরের বক্তব্য। জাতীয় দলে সুযোগ না হলেও বাংলাদেশ ‘এ’ দল কিংবা বাংলাদেশ টাইগার্সে সুযোগ পাওয়ার আশা করেন কিনা, এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল নাসিরকে। এমন প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, জাতীয় দলে খেলতে হবে বা বাংলাদেশ টাইগার্সে সুযোগ পেতে এমন কিছু চিন্তা করেন না তিনি। বরং সুস্থ থেকে ৫-৬ বছর ক্রিকেট খেলতে চান তিনি।

এ প্রসঙ্গে নাসির বলেন, ‘না, আমি আসলে এসব নিয়ে চিন্তাও করি না যে কোথায় কি হবে না হবে। শুধুমাত্র আমি একটা জিনিস জানি এখন যতদিন ফিট থাকবো ততদিন ক্রিকেট খেলবো এবং যেখানেই খেলি না কেন ভালো পারফর্ম করে খেলতে চাই। হয়তো ৫-৬ বছর খেলবো ক্রিকেট যদি সুস্থ থাকি। এখন এটা চিন্তা করি না যে আমাকে জাতীয় দলে খেলতে হবে, টাইগার্সে সুযোগ পেতে হবে বা ওরকম কিছু। আমার কাজ হচ্ছে মাঠে যাই, উপভোগ করি (ক্রিকেট) এবং ভালো পারফর্ম করার চেষ্টা করি।’

সর্বশেষ

২ এপ্রিল, রবিবার, ২০২৩

ভারতের ক্রিকেটের সেই ‘নায়ক’ আর নেই

২ এপ্রিল, রবিবার, ২০২৩

ফরহাদ-হাসানের নৈপুণ্যে শাইনপুকুরের জয়

২ এপ্রিল, রবিবার, ২০২৩

অনেকেই চেয়েছিল আমি ব্যর্থ হই: মরিস

২ এপ্রিল, রবিবার, ২০২৩

দিল্লির ফিল্ডারদের আরও ক্ষিপ্র হতে বলছেন পন্টিং

২ এপ্রিল, রবিবার, ২০২৩

সুপার ওভারের নাটকীয় ম্যাচে লঙ্কানদের জেতালেন আসালঙ্কা

২ এপ্রিল, রবিবার, ২০২৩

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের সহকারী কোচ মুশতাক

২ এপ্রিল, রবিবার, ২০২৩

মুস্তাফিজবিহীন দিল্লির ম্যাচে ওয়ার্নার কেবল ব্যবধানই কমালেন

১ এপ্রিল, শনিবার, ২০২৩

বিসিবি যেভাবে চেয়েছে সেভাবেই এনওসি পেয়েছি: সাকিব

১ এপ্রিল, শনিবার, ২০২৩

ইয়াসিরের ৯৬ রানে ভর করে প্রাইম ব্যাংকের বড় জয়

১ এপ্রিল, শনিবার, ২০২৩

হার দিয়ে আইপিএল শুরু কলকাতার

আর্কাইভ

বিজ্ঞাপন