promotional_ad

হ্যাজেলউড-বোল্টদের ছাড়িয়ে শীর্ষে সিরাজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের নায়ক মোহাম্মদ সিরাজ। এই সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন। এর সুফল পেয়েছেন আইসিসির ঘোষিত র‍্যাঙ্কিংয়েও। এই ভারতীয় পেসার উঠে এসেছেন শীর্ষে। এক নম্বরে ওঠার পথে তিনি পেছনে ফেলেছেন জস হ্যাজেলউড-ট্রেন্ট বোল্টদের মতো বোলারদের।


গত বছরের ফেব্রুয়ারি থেকেই ভারতের ওয়ানডে দলের নিয়মিত অংশ সিরাজ। যদিও আগের তিন বছরে কোনো ওয়ানডে ম্যাচেই খেলার অভিজ্ঞতা ছিল না ভারতীয় এই পেসারের। গত ১২ মাসে সিরাজ ২০ ম্যাচে শিকার করেছেন ৩৭ উইকেট।


promotional_ad

সিরাজ শুধু ঝলকই দেখাননি। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। এর আগে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার হওয়ার কীর্তি রয়েছে কপিল দেব, মানিন্দার সিং, অনীল কুম্বলে, রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহর।


সিরাজের নতুন বলের পার্টনার মোহাম্মদ শামিও র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন। তিনি ১১ ধাপ এগিয়েছেন। তার বর্তমান অবস্থান ৩২ নম্বরে। দুই ম্যাচে খেলে শামি নিজের ঝুলিতে নিয়েছেন ৪টি উইকেট। 


এ ছাড়া বাঁহাতি স্পিনার কুলদীপ ও শার্দুল ঠাকুর ৬টি করে উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। কুলদীপ দুই ধাপ এগিয়ে ২১ নম্বর থেকে উঠে এসেছেন ১৯ নম্বরে। ৫ ধাপ এগিয়ে শার্দুলের অবস্থান ৩৫ নম্বরে।


ব্যাটারদের মধ্যে শুভমান গিল ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন। তিনি ২০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে। কিউইদের বিপক্ষে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি হাঁকিয়ে এই উন্নতি দেখিয়েছেন তিনি। বিরাট কোহলির চেয়ে এক ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে ভারতের সেরা ব্যাটার এখন তিনিই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball