Connect with us

আইসিসি র‍্যাঙ্কিং

হ্যাজেলউড-বোল্টদের ছাড়িয়ে শীর্ষে সিরাজ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের নায়ক মোহাম্মদ সিরাজ। এই সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন। এর সুফল পেয়েছেন আইসিসির ঘোষিত র‍্যাঙ্কিংয়েও। এই ভারতীয় পেসার উঠে এসেছেন শীর্ষে। এক নম্বরে ওঠার পথে তিনি পেছনে ফেলেছেন জস হ্যাজেলউড-ট্রেন্ট বোল্টদের মতো বোলারদের।

গত বছরের ফেব্রুয়ারি থেকেই ভারতের ওয়ানডে দলের নিয়মিত অংশ সিরাজ। যদিও আগের তিন বছরে কোনো ওয়ানডে ম্যাচেই খেলার অভিজ্ঞতা ছিল না ভারতীয় এই পেসারের। গত ১২ মাসে সিরাজ ২০ ম্যাচে শিকার করেছেন ৩৭ উইকেট।

সিরাজ শুধু ঝলকই দেখাননি। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন। এর আগে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার হওয়ার কীর্তি রয়েছে কপিল দেব, মানিন্দার সিং, অনীল কুম্বলে, রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহর।

সিরাজের নতুন বলের পার্টনার মোহাম্মদ শামিও র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন। তিনি ১১ ধাপ এগিয়েছেন। তার বর্তমান অবস্থান ৩২ নম্বরে। দুই ম্যাচে খেলে শামি নিজের ঝুলিতে নিয়েছেন ৪টি উইকেট। 

এ ছাড়া বাঁহাতি স্পিনার কুলদীপ ও শার্দুল ঠাকুর ৬টি করে উইকেট শিকার করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। কুলদীপ দুই ধাপ এগিয়ে ২১ নম্বর থেকে উঠে এসেছেন ১৯ নম্বরে। ৫ ধাপ এগিয়ে শার্দুলের অবস্থান ৩৫ নম্বরে।

ব্যাটারদের মধ্যে শুভমান গিল ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন। তিনি ২০ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে। কিউইদের বিপক্ষে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি হাঁকিয়ে এই উন্নতি দেখিয়েছেন তিনি। বিরাট কোহলির চেয়ে এক ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে ভারতের সেরা ব্যাটার এখন তিনিই।

সর্বশেষ

২৩ মার্চ, বৃহস্পতিবার, ২০২৩

ভারতকে সিরিজ হারিয়ে ওয়ানডেতে শীর্ষে অস্ট্রেলিয়া

২২ মার্চ, বুধবার, ২০২৩

হ্যাটট্রিক ডাকে শচীনের পাশে সূর্যকুমার

২২ মার্চ, বুধবার, ২০২৩

আলাউদ্দিনের হ্যাটট্রিকের দিনে ব্যাটিংয়ে রঙ ছড়ালেন আকবর-এনামুল

২২ মার্চ, বুধবার, ২০২৩

আইপিএলে টসের পর একাদশ ঠিক করবেন ধোনি-রোহিতরা

২২ মার্চ, বুধবার, ২০২৩

মার্শালের সেঞ্চুরি, ইলিয়াসের পাঁচ উইকেটে অগ্রণী ব্যাংকের বড় জয়

২২ মার্চ, বুধবার, ২০২৩

রিশাদের চ্যালেঞ্জ সুযোগ কাজে লাগানোর, জাকেরের প্রমাণের

২২ মার্চ, বুধবার, ২০২৩

নাঈমের ঝড়ো সেঞ্চুরিতে হেসেখেলে জিতল আবাহনী

২২ মার্চ, বুধবার, ২০২৩

বাহবা নিতে আসিনি, ইম্প্যাক্ট তৈরি করতে এসেছি: ডোনাল্ড

২২ মার্চ, বুধবার, ২০২৩

রেকর্ড সেঞ্চুরিতে ৪ ধাপ এগোলেন মুশফিক

২২ মার্চ, বুধবার, ২০২৩

আফিফ-তানভিরদের চোখে চোখে রাখবেন নান্নু

আর্কাইভ

বিজ্ঞাপন