ভারতীয় ক্রিকেট

মিডল অর্ডারের চ্যালেঞ্জ লুফে নিতে চান কিশান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:37 বৃহস্পতিবার, 19 জানুয়ারি, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরোয়া ক্রিকেট অথবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ওপেনিং ব্যাটার হিসেবেই মাঠে নামেন ইশান কিশান। জাতীয় দলেও এই পজিশনেই খেলতে দেখা যায় তাকে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে মিডল অর্ডারে ব্যাটিং করতে দেখা গেছে তাকে। মিডল অর্ডারের চ্যালেঞ্জ ভালোভাবেই নিচ্ছেন এই পরীক্ষিত ওপেনার।

কিছুদিন আগেই বাংলাদেশের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ডাবল সেঞ্চুরি করেন কিশান। ২১০ রানের সেই ইনিংসটি খেলার পরের সিরিজে একাদশে জায়গাই হয়নি তার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা না পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে জায়গা পাচ্ছেন কিশান।

তবে এই উইকেটরক্ষক ব্যাটারকে খেলতে হচ্ছে মিডল অর্ডার পজিশনে। ভারতের নিয়মিত উইকেটরক্ষক লোকেশ রাহুল বিয়ের ছুটিতে যাওয়ায় তার পজিশনেই (৪ বা ৫) খেলতে হচ্ছে ইশানকে।

নতুন চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, 'আমি মনে করি এটা আমার জন্যেও দারুণ একটি সুযোগ। মিডল অর্ডারে নিজেকে প্রমাণ করতে পারাটা। আমি জানি সবাই আমাকে ওপেনার হিসেবেই চিনে যে আগ্রাসী ব্যাটিং পছন্দ করে। তবে আমি নিজেকে প্রমাণ করতে চাই।'

'এখন যেখানে নামি (৪ বা ৫ নম্বরে), সেখানে কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তোলার কাজও আছে। আর যদি আমরা ভালো অবস্থানে থাকি তাহলে নিজের শটগুলোও আমি খেলতে পারি। সবমিলিয়ে এটা আমার জন্য দারুণ একটি সুযোগ।'

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবশ্য নিজেকে মেলে ধরতে পারেননি কিশান। ১৪ বলে ৫ রান করে ফিরেছেন তিনি। ওপেনার শুভমান গিলের ডাবল সেঞ্চুরির এই ম্যাচে ১২ রানে জিতেছে ভারত।