Connect with us

বিপিএল

মাঠে ঢুকে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ালেন সাকিব


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের বিতর্ক বেশ পুরোনো। রংপুর রাইডার্সের বিপক্ষে নতুন এক বিতর্কের জন্ম দিলেন সাকিব আল হাসান। আগে ব্যাটিং করে শোয়েব মালিকের হাফ সেঞ্চুরিতে ১৫৮ রানের পুঁজি পায় রংপুর। সেই লক্ষ্য তাড়ায় ওপেনিংয়ে ফরচুনর বরিশালের প্রতিনিধি এনামুল হক বিজয় ও চতুরঙ্গা ডি সিলভা।

বাঁহাতি এই ব্যাটার স্ট্রাইক প্রান্তে গেলে তখন বোলিংয়ে আসেন শেখ মেহেদি হাসান। যা দেখে নিজেদের সিদ্ধান্ত বদল করে বরিশাল। সেসময় প্রথম বল খেলার সিদ্ধান্ত নেন বিজয়। তাদের এমন পরিবর্তন দেখে মেহেদিকে সরিয়ে বাঁহাতি স্পিনার রকিবুল হাসানকে বোলিংয়ে আনেন রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান।

রংপুরের এমন সিদ্ধান্ত পরিবর্তনে চটেছেন সাকিব। ফলে ড্রেসিং রুম থেকে বেরিয়ে আসেন বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডার। সাকিব মেহেদির বিপক্ষে বিজয়কে ব্যাটিংয়ে চাচ্ছিলেন। তবে সেটার অনুমতি দিচ্ছিলেন না আম্পায়াররা। ফলে সীমানার কাছে দাঁড়িয়ে দুই ব্যাটারকে ড্রেসিংরুমে ফিরে আসতে বলেন সাকিব। বিজয় আর চতুরঙ্গা সেটা না করলে নিজেই মাঠে প্রবেশ করেন তিনি।

সেসময় আম্পায়ারের সঙ্গে তর্কেও জড়ান বরিশালের অধিনায়ক। যদিও পরবর্তিতে সাকিবকে বুঝিয়ে ড্রেসিংরুমে পাঠিয়ে খেলা শুরু করেন আম্পায়ার এবং প্রথম বল খেলেন চতুরঙ্গা আর বোলিং করেন রকিবুল। সাকিব কেন এটা করেছেন সেটা ব্যাখ্যা করেছেন দলটির ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন তা ঠিক হওয়ার পর ব্যাটসম্যানরা কে স্ট্রাইক নেবেন তা ঠিক হয়। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গা ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।’

নিজেদের প্রথম ম্যাচেও বিতর্কের সৃষ্টি করেছিলেন সাকিব। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে রেজাউর রহমান রাজার বল সাকিবের মাথার অনেকটা উপর দিয়ে গিয়েছিল। সেটা ওয়াইড না দেয়ায় আম্পায়ারের দিকে তাকিয়ে চিৎকার করেন তিনি। সেসময় তর্কেও জড়ান সাকিব।

সর্বশেষ

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘এভাবে খেলতে থাকলে আমরা বড় বড় ম্যাচেও জিতব’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনকে দেখলে মনে হয় ব্যাটিং করা সহজ: স্টার্লিং

২৯ মার্চ, বুধবার, ২০২৩

সফল উদ্বোধনী জুটির নেপথ্যে লিটনের, 'পার্টনার বদলে গেছে'

২৯ মার্চ, বুধবার, ২০২৩

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো করে হোয়াইটওয়াশ করতে হবে’

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ভারত নয় বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান!

২৯ মার্চ, বুধবার, ২০২৩

বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রশিদ খান

২৯ মার্চ, বুধবার, ২০২৩

লিটনের নান্দনিক ব্যাটিং আর সুপার সাকিবের ঘূর্ণিতে বাংলাদেশের সিরিজ জয়

২৯ মার্চ, বুধবার, ২০২৩

পূজারাকে অস্ট্রেলিয়ানরা ঘৃণা করতে ভালোবাসে: হ্যাজেলউড

২৯ মার্চ, বুধবার, ২০২৩

ক্যারিবিয়ানদের সিরিজ জেতালেন শেফার্ড-জোসেফ

২৮ মার্চ, মঙ্গলবার, ২০২৩

সাকিব-লিটনদের অপেক্ষায় কলকাতা, জানালেন প্রধান কোচ

আর্কাইভ

বিজ্ঞাপন