বাংলাদেশ- ভারত সিরিজ

রিয়াদ ভাই সিনিয়র হয়েও আমাকে শ্রদ্ধা করেছেন, এটা ভালো লেগেছে: মিরাজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:38 বৃহস্পতিবার, 08 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে দারুণ এক জুটি গড়ে দল জিতিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এই জুটি গড়ার পথে মাহমুদউল্লাহ আর মিরাজ- দুজনই দুজনকে বারবার বোঝাচ্ছিলেন ম্যাচের পরিস্থিতি সম্পর্কে। ম্যাচ শেষে সেই স্মৃতি রোমন্থন করেন মিরাজ। 'সিনিয়র' মাহমুদউল্লাহ তার পরামর্শ নিয়ে খেলার কারণে মন খুলে কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই অলরাউন্ডার।

আগে ব্যাটিংয়ে নেমে ৬৯ রান তুলতেই ছয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর মাহমুদউল্লাহ আর মিরাজ মিলে গড়েন ১৪৮ রানের জুটি। ওয়ানডেতে ভারতের বিপক্ষে যেকোনো উইকেটেই যা সর্বোচ্চ রানের জুটি।

মাহমুদউল্লাহ করেন ৯৬ বলে সাতটি চারে ৭৭ রান। মিরাজের ব্যাটে আসে ৮৩ বলে আটটি চার ও সাতটি ছক্কায় অপরাজিত ১০০ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ৫০ ওভারে সাত উইকেটে ২৭১ রান করে।

ম্যাচ শেষে ঐতিহাসিক এই জুটি নিয়ে মিরাজ বলেন, '(মাহমুদউল্লাহ) রিয়াদ ভাইয়ের সঙ্গে একটা কথাই হয়েছিল। আমাদের ৬ উইকেট পড়ে গিয়েছিল, আমরা ঠিক করিনি যে এত রান করতে হবে। আমরা শুধু ‘বল টু বল’ খেলার চেষ্টা করেছি এবং পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছি। মাঝেমধ্যে রিয়াদ ভাই আমাকে বোঝাচ্ছিলেন, মাঝেমধ্যে আমি তাকে বোঝাচ্ছিলাম যে, ‘ভাই, এই পরিস্থিতিতে এভাবে খেলি, এভাবে খেলতে ভালো হবে’।'

'একটা ব্যাপার ভালো লেগেছে, রিয়াদ ভাই সিনিয়র হয়ে আমাকে শ্রদ্ধা করেছেন, আমার কথা শুনেছেন। এটা আমার কাছে ভালো লেগেছে। রিয়াদ ভাই মাঝেমধ্যে যখন একটু চিন্তায় পড়ে যাচ্ছিলেন যে আক্রমণ করি, তখন আমি তাকে বোঝাচ্ছিলাম যে, ‘এই পরিস্থিতিতে আক্রমণ না করে আমরা যদি আরেকটু দেখেশুনে খেলে এগিয়ে নিতে পারি, তাহলে ভালো হবে।’ এই আলোচনাগুলি কাজে লেগেছে।'

ম্যাচটি বাংলাদেশ জিতে নেয় ৫ রানে। একইসঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতে নেয় লিটন দাসের দল। সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১০ ডিসেম্বর। ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।