বাংলাদেশ-ভারত সিরিজ

ভালোর তো শেষ নেই: মিরাজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 22:06 বুধবার, 07 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

বয়সভিত্তিক পর্যায়ে ব্যাটিংয়ে সামর্থ্যের প্রমাণ দিলেও জাতীয় দলের শুরুটা বোলার হিসেবেই হয় মিরাজের। এরপর সময়ের সঙ্গে টানা কয়েক বছর এই পরিচয়েই পরিচিতি লাভ করেন তিনি। তবে ক্যারিয়ার লম্বা হওয়ার সঙ্গে এখন বদলে গেছে মিরাজের পরিচয়ও।

আন্তর্জাতিক পর্যায়ে তাই এখন মিরাজকে শুধু বোলার ভাবলে যে কোন দলই ভুল করবে। আর এই ভুলটাই হয়তো সিরিজের প্রথম দুই ম্যাচে করে বসেছে ভারত। যে কারণে এই ২৫ বছর বয়সী এই ক্রিকেটারের কাছেই সিরিজ হাতছাড়া করতে হয়েছে রোহিত শর্মার দলকে।

সিরিজের দুই ম্যাচেই ব্যাটিংয়ে সামর্থ্যের জানান দিয়েছেন মিরাজ। দলকে খাঁদের কিনারা থেকে এক ম্যাচে জিতিয়েছেন, দ্বিতীয়টিতে ৬ উইকেট পড়ে যাওয়া বাংলাদেশকে সেঞ্চুরি হাঁকিয়ে এনে দিয়েছেন ২৭১ রানে লড়াকু পুঁজি। যার সুবাদে ভারতকে ৫ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। 

সংবাদ সম্মেলনে এসে পুরোদস্তুর ব্যাটার বনে যাওয়ার গল্প শুনিয়েছেন মিরাজ। জানিয়েছেন, ভালো করার কোন শেষ নেই। এছাড়া এখন ব্যাটিংয়ের সুযোগ পেয়ে কাজে লাগিয়ে সব পরিপূর্ণতা পেয়েছে। সেই সঙ্গে কোচদেরও ধন্যবাদ জানিয়েছেন এই ক্রিকেটার।

মিরাজ বলেন, 'আমার যখন ক্রিকেট ক্যারিয়ার শুরু হয়েছে, তখন কিন্তু বোলার হিসেবেই হয়েছে টেস্ট থেকে। ব্যাটিং অনেক পরে করতাম। নিজেকে ওভাবেই মানসিকভাবে তৈরি করেছি যেহেতু বোলিং ভালো হচ্ছে। ব্যাটিংয়েও সুযোগ পাচ্ছিলাম না। এখন তো অনেক পরিপূর্ণ হয়েছি, অনেকদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছি।'

'মানিয়ে নিয়েছি কীভাবে খেললে ভালো হবে। কোথায় উন্নতি করতে হবে সেসব নিয়েও কাজ করেছি। সবসময় চেষ্টা করি কীভাবে নিজেকে দিন দিন উন্নতি করা যায়। শুরুর দিকে ব্যাটিং খুব খারাপ ছিল। এখন যে অনেক ভালো হয়ে গেছে এটা না। কিন্তু ভালোর তো শেষ নেই। উন্নতির তো শেষ নেই। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে গেলে আপনার ডে বাই ডে সবসময় উন্নতি করতে হবে। এছাড়া আপনি সফল হতে পারবেন না। তো নিজেকে ওভাবে মানসিকভাবে তৈরি করছি যে কীভাবে ভালো করা যায়।'