আইপিএল

লিটনদের আইপিএলে চান রোহিত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:32 শনিবার, 03 ডিসেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

সাম্প্রতিক সময়ে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান ছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের আর কোনো ক্রিকেটারকে দেখা যায় না। যদিও পারফরম্যান্সে আলো ছড়ানোর পরও আইপিএলে ব্রাত্য থাকেন লিটন দাস-তাসকিন আহমেদের মতো ক্রিকেটার।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা মনে করেন আইপিএলের নিলামে লিটনের মতো ক্রিকেটারদের দল পাওয়া উচিত। আইপিএলের এবারের আসরে নিলামে ৬ জন বাংলাদেশি ক্রিকেটার নাম জমা দিয়েছেন। আগের আসরে দল না পাওয়া সাকিব ছাড়াও এই তালিকায় আছেন লিটন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও আফিফ হোসেন।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে সুযোগ পাওয়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল ভারতীয় অধিনায়ক রোহিতকে। তিনি উত্তরে বলেন,  ‘আমি আশা করি... ওরা সুযোগ পাবে। ওরা ভালো দল, ভালো ক্রিকেটার।’

সুযোগ পেলে বাংলাদেশের ক্রিকেটাররা ভালো করবেন বলেও আশাবাদী রোহিত। তার ভাষ্য,  ‘ওরা সুযোগ পেলে নিশ্চয়ই ভালো করবে। আইপিএল দলগুলো এখনো পরিকল্পনা শুরু করেনি। তবে আমি মনে করি, ওদের সুযোগ পাওয়া উচিত।’

ভারতের বিপক্ষে সিরিজের আগে নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার সময় চোটে পড়েছেন নিয়মিত ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ফলে বাংলাদেশ দলের নেতৃত্বভার পড়েছে লিটনের কাঁধে। ভারতীয় দলেও নেই জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।

এরপরও রোহিতের বিশ্বাস দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি সিরিজ হবে। তার ভাষ্য, ‘আমি মনে করি, সিরিজটা রোমাঞ্চকর হবে, সব সময় যা হয়। আমাদের ভালো খেলতে হবে ওদের হারাতে হলে। ওরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে। আমরা এখানে সিরিজ নিয়ে ভাবছি না। এক ম্যাচ ধরে ধরে এগোচ্ছি।’