বাংলাদেশ ক্রিকেট

আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে বাংলাদেশের মোর্শেদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:02 মঙ্গলবার, 23 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই আইসিসির এলিট প্যানেলে যুক্ত হয়েছে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। এরপর আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশি একজন আম্পায়ারের জায়গা ফাঁকা ছিল। সেই জায়গাতেই যুক্ত করা হয়েছে মোর্শেদ আলী খানকে।

এর আগে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে মোর্শেদের নাম প্রস্তাব করেছিল বাংলাদেশ। এবার আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে নতুন সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে মোর্শেদকে। এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ারস কমিটির প্রধান ইফতেখার আহমেদ।

আগে থেকেই আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশের আম্পায়ার হিসেবে যুক্ত আছেন গাজী সোহেল, তানভীর আহমেদ ও মাসুদুর রহমান। মোর্শেদ বেশ অনেকদিন ধরেই আম্পায়ারিং করছেন। এবার সেই সুবাদেই আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিংয়ের সুযোগ হয়েছে তার।

এ বছর আইসিসির সহযোগী দেশগুলোর ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি পরিচালনা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রিমিয়ার কাপে। এর বাইরে মেয়েদের ২টি ওয়ানডে ও ১টি আন্তর্জাতিক ওয়ানডেতেও দায়িত্ব সামলেছেন মোর্শেদ।

আন্তর্জাতিক আম্পায়ার্স প্যানেলে যুক্ত হওয়ার ফলে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে সীমিত ওভারের ম্যাচ পরিচালনার সুযোগ পাবেন বাংলাদেশের এই আম্পায়ার। আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুজন অন-ফিল্ড আম্পায়ার থাকেন স্বাগতিক দেশ থেকে।

আর ওয়ানডেতে স্বাগতিক দেশ থেকে থাকেন একজন অন-ফিল্ড আম্পায়ার। আর টেস্টে দায়িত্ব পালন করেন দুজন করে নিরপেক্ষ আম্পায়ার। সেই সঙ্গে টেলিভিশন আম্পায়ার হিসেবেও দায়িত্ব পালন করেন নিরপেক্ষ আম্পায়ার।