আইপিএল

টস নয় ম্যাচ জিততে হবে, রুতুরাজকে ধোনি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:43 বৃহস্পতিবার, 02 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএল শুরুর আগ পর্যন্ত সবাই জানতো মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই খেলবে চেন্নাই সুপার কিংস। কিন্তু টুর্নামেন্টের দিন কয়েক আগে রুতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্ব তুলে নিয়ে সবাইকে চমকে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। অধিনায়ক বদলের সঙ্গে আইপিএলে বদলে গিয়েছে চেন্নাইয়ের টস ভাগ্যও। রুতুরাজের অধীনে এখন পর্যন্ত ১০ ম্যাচের ৯টিতেই টস হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

এবারের আইপিএলটা মনের মতো হচ্ছে না চেন্নাইয়ের। এখন পর্যন্ত টানা ৩টি ম্যাচ জেতা হয়নি দলটির। টানা দুবার করে দুটি ম্যাচ জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। মোট ১০ম্যাচে জিতেছে ৫টিতে, তবে নিজেদের শেষ ৪ ম্যাচে ৩টিতেই হেরেছে তারা। নিজেদের শেষ ৩টি ম্যাচ ঘরের মাঠে খেলেছে চেন্নাই। কিন্তু দুটিতে হার নিয়ে ড্রেসিংরুমে ফিরতে হয় ধোনি-জাদেজাদের।

অবশ্য চেন্নাইয়ের এই হারের পেছনে ব্যাটিং-বোলিংয়ের চেয়ে বেশি দায়ী টসের। কারণ এবারের আসরে যে টসই জিততে পারছে না চেন্নাই। ফলে ম্যাচ হারের দায় যতখানি মুস্তাফিজুর রহমান, মাথিশা পাথিরানা কিংবা রুতুরাজ বা শিভাম দুবেদের তার চেয়ে বেশি দায় টসের। চেন্নাই দলপতি নিজেও শিকার করছেন, টসের কারণেই পরিকল্পনা মোতাবেক খেলতে পারছে না তারা।

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চইজিদের মধ্যে একটি চেন্নাই। দলটি সাফল্যের পেছনে বড় একটা কারণ তাদের ঘরের মাঠে ম্যাচগুলো জিতে নেয়া। কিন্তু এবারের মৌসুমে মুদ্রার উল্টো পিঠ দেখতে হচ্ছে তাদের। যার কারণ প্রতিপক্ষ টস জিতে চেন্নাইকে আগে ব্যাটিংয়ে পাঠাচ্ছে। স্কোরবোর্ডে মাঝারি কিংবা বড় লক্ষ্য দিয়েও বোলাররা আপ্রান চেষ্টা করেও জেতাতে পারছেন না চেন্নাইকে।

পাঞ্জাব কিংসের বিপক্ষেও দলটির হারের জন্য আগে ব্যাটিং করাই কারণ। কারণ সেদিনও টস জিতেছিল পাঞ্জাব এবং ব্যাটিংয়ে পাঠিয়েছিল চেন্নাইকে। পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ হারের পর রুতুরাজ জানিয়েছেন, দল হিসেবে তারা ৫০-৬০ রান কম করেছিলেন। এমনকি শুরুতে ব্যাটিং করে উইকেটের আচরণও বুঝতে পারেনি তার দলের ব্যাটাররা। তবে এসবের ফাঁকে টস নিয়ে একটি মজার গল্পও বলেছেন রুতুরাজ।

চেন্নাই দলপতি জানিয়েছেন, প্রতি ম্যাচের আগে তিনি ৮-৯ জনের সঙ্গে টস অনুশীলন করেন, সেখানে জেতেনও। কিন্তু মাঠে নেমেই সব ওলট-পালট হয়ে যায়। তিনি বলেন, ‘মাহি ভাই আমাকে বলেছেন, অনেক কিছুই তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তারপরও তোমাকে জেতার জন্যই নামতে হবে। আমি প্রতিদিন ৮ থেকে ৯ জনের সঙ্গে টসের অনুশীলন করি, জিতিও। কিন্তু মাঠে নামলেই টস হেরে যাই।’

‘হায়দরাবাদের বিপক্ষে ঘরের মাঠে যখন টস জিতলাম, ভাবলাম হয়তো ভাগ্য বদলেছে। কিন্তু পাঞ্জাবের ম্যাচে আবার সেই একই চিত্র। এরপর মাহি ভাই আমাকে বললেন, যে টস জিতলেই যে ভাগ্য বদলাবে তা নয়। আমাকে মাঠের খেলায় জিততে হবে। মাঝে মাঝে আমি তাই টসে চাপ অনুভব করি কিন্তু ম্যাচে করি না।’

এবারের আইপিএলে এখন পর্যন্ত ৫টি ম্যাচ জিতেছে চেন্নাই। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকলেও প্লে-অফে জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় আছে ফ্র্যাঞ্চাইজিটি। নিজেদের পরের ম্যাচে আবার পাঞ্জাবের বিপক্ষে খেলবে রুতুরাজের দল। তবে আন্তর্জাতিক সূচি থাকার কারণে মুস্তাফিজ দেশে ফেরায় তার সার্ভিস পাবে না চেন্নাই।