আইপিএল

মুস্তাফিজ চলে আসার আগেই নিজেদের গুছিয়ে নিতে চায় চেন্নাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:07 বুধবার, 24 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

চিপাকে আগে ব্যাট করে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ২১১ রানের লক্ষ্য দিয়েছিল চেন্নাই সুপার কিংস। সেই লক্ষ্য মার্কাস স্টইনিসের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ৩ বল হাতে রেখেই পেরিয়ে গেছে লক্ষ্ণৌ। নিজের প্রথম ওভারে লোকেশ রাহুলের উইকেট তুলে নিলেও বাকি তিন ওভারে বেশ খরুচে ছিলেন মুস্তাফিজুর রহমান।

শেষ ওভারে জিততে হলে ১৭ রান প্রয়োজন ছিল লক্ষ্ণৌর। তবে এক নো বলের সঙ্গে ৩ বলেই ১৯ রান খরচা করেন এই বাঁহাতি পেসার। এমন পারফরম্যান্সের পর মুস্তাফিজকে নিয়ে সমালোচনা হচ্ছে। তবে এই পেসার আর মাত্র দুটি ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন। মূলত জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে হচ্ছে তার।

ফলে এই পেসারের বিকল্প খুঁজতে হচ্ছে চেন্নাইকেও। আগামী পহেলা মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলবে চেন্নাই। এটাই হতে চলেছে মুস্তাফিজের এবারের আইপিএলে শেষ ম্যাচ। মুস্তাফিজ চলে আসার আগেই নিজেদের গুছিয়ে নিতে চায় চেন্নাই। এমনটাই জানিয়েছেন দলটির প্রধান কোচ স্টিফেন ফ্লেমিং। যাতে করে টুর্নামেন্টের শেষ পর্যন্ত লড়াই করতে পারে তার দল।

লক্ষ্ণৌয়ের বিপক্ষে ম্যাচের পর ফ্লেমিং বলেছেন, 'কয়েক ম্যাচ পরই মুস্তাফিজ চলে যাচ্ছে তাই আমাদের আরেকটি পরিবর্তন আনতে হবে। তাই আমরা প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি এবং আমরা এমন একটি দল পেতে চাই যাতে করে শেষ পর্যন্ত আমরা প্রভাব বিস্তার করতে পারি। আমাদের কয়েকজনের চোট সমস্যা রয়েছে। তাই আমরা কিছুটা উদ্বিগ্ন। তবে মূল জিনিস হচ্ছে ক্রিকেটাররা সঠিন জায়গায় অবদান রাখতে পারছে কিনা এবং ফর্মে আছে কিনা। যেটাতে (কম্বিনেশন তৈরিতে) কিছুটা সময় লাগে। হ্যা এখানে অনেক পরিবর্তন আনতে হয়েছে। কয়েকটি ফর্মের কারণে। আর কয়েকটি আমরা বাধ্য হয়ে করেছি।'

লক্ষ্ণৌয়ের বিপক্ষে রাচিন রবীন্দ্রকে বসিয়ে ড্যারিল মিচেলকে খেলিয়েছে চেন্নাই। এবারের আইপিএলের শুরু থেকে চেন্নাইয়ের একাদশে থাকলেও ব্যাট হাতে ফর্মে নেই এই কিউই ব্যাটার। ফর্মের কারণে কয়েক ম্যাচে বসে থাকতে হয়েছে মিচেলকেও। তবে বাধ্য হয়েই লক্ষ্ণৌয়ের বিপক্ষে মিচেলকে খেলিয়েছে চেন্নাই।

১৪ কোটি রুপিতে কেনা এই ব্যাটার ৭ ইনিংসে মাত্র ১৪৬ রান করেছেন। স্ট্রাইক রেট মাত্র ১২৩.৭২। ৭ ম্যাচে তাকে ভিন্ন ৪টি জায়গায় খেলিয়েছে চেন্নাই। তবে কোনো ম্যাচেই দলের আস্থার প্রতিদান দিতে পারেননি এই কিউই ব্যাটার। অবশ্য ফ্লেমিং আশাবাদী ৩ নম্বরে নিজের ফর্ম খুঁজে পাবেন মিচেল।

তিনি বলেছেন, 'এখানে অনেক চাপ আছে। উপরের দিকে ব্যাট করা তার জন্য আরও স্বস্তিদায়ক হবে। তাকে নিচে নামিয়ে ঝড়ো ব্যাটিংয়ের দায়িত্ব দেয়া মনে হয় না সেরা জায়গা। এ কারণেই আমরা তাকে উপরে খেলিয়েছি। যেখানে সে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করেছে। এটা হয়তো কিছুটা সময় নেবে কিন্তু উপরের সারির তিন ব্যাটার বেশিরভাগ রানে অবদান রাখার সুযোগ পাবে।'