Connect with us

আইএল টি-টোয়েন্টি

আইএল টি-টোয়েন্টি শুরু হচ্ছে ১৩ জানুয়ারি


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী বছরের শুরুতেই মাঠে গড়াচ্ছে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি) প্রথম আসর। মঙ্গলবার টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আয়োজকরা। আগামী ১৩ জানুয়ারি শুরু হবে প্রথম ম্যাচ।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস ও আবু ধাবি নাইট রাইডার্স। টুর্নামেন্টের ফাইনালে হবে ১২ ফেব্রুয়ারি। টুর্নামেন্ট জুড়ে ম্যাচ হবে মোট ৩৪টি। গ্রুপ পর্বের পর চারটি প্লে অফের ম্যাচ রয়েছে।

উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু করা হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামকে। এ ছাড়া ১৬টি ম্যাচ হবে দুবাই স্টেডিয়ামে। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হবে ১০টি ম্যাচ।

আর আটটি ম্যাচ হবে শারজাহ স্টেডিয়ামে। দুটি করে ম্যাচের সূচি হয়েছে ৫ দিন। সবগুলো ম্যাচই হবে সাপ্তাহিক ছুটির দিনে। এই টুর্নামেন্ট অংশ নিচ্ছে মোট ছয়টি দল।

এর মধ্যে ডেজার্ট ভাইপার্স, গালফ জায়ান্টস, এমআই এমিরেটস, শারজাহ ওয়ারিয়র্স ও দুবাই ক্যাপিটালস। গ্রুপ পর্বের পর একটি এলিমিনেটরের সঙ্গে থাকবে দুটি কোয়ালিফায়ার।

কোয়ালিফায়ারে জেতা দুই দল খেলবে ফাইনালে। দিনের একমাত্র খেলাগুলো বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। আর ডাবল হেডারের দিন প্রথম ম্যাচ হবে বিকেল ৪টায়।

সর্বশেষ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

রংপুরে গুরবাজের সঙ্গী ইংল্যান্ডের ক্যাডমোর

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জয়রথ থামছেই না কুমিল্লার

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

হাথুরুসিংহের সহকারী নয়, কোচিং প্যানেলে থাকবেন দেশিরা

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

সাকিবদের আইপিএলের পুরো মৌসুম খেলার অনুমতি দেবে না বিসিবি

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

নারী আইপিএলের নিলামে বাংলাদেশের ৯ ক্রিকেটার

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

নির্বাচক ও কোচের দায়িত্ব নিতে ক্রিকেট ছাড়লেন আকমল

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

সহজ ম্যাচ কঠিন করে হারল ঢাকা

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জানুয়ারীর সেরা হওয়ার দৌঁড়ে গিল-কনওয়ে-সিরাজ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

জানুয়ারীর সেরা হওয়ার দৌঁড়ে গিল-কনওয়ে-সিরাজ

৭ ফেব্রুয়ারী, মঙ্গলবার, ২০২৩

হাথুরুসিংহে ভালো মানুষ, কারো পেছনে কথা বলে না: সুজন

আর্কাইভ

বিজ্ঞাপন