promotional_ad

ল্যাঙ্গারকে নিয়ে মুখ খুললেন স্টার্ক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এই বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন জাস্টিন ল্যাঙ্গার। সেই সময় অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে 'কাপুরুষ' বলেও মন্তব্য করেছিলেন সাবেক এই অজি ক্রিকেটার।


২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পাশপাশি ল্যাঙ্গারের অধীনে দুটি অ্যাশেজ সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এমন পারফরম্যান্সের পরও কড়া শাসনের জন্যই অজি ক্রিকেটারদের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছিল। অবশেষে এই ব্যাপারে মুখ খুলেছেন অজি পেসার মিচেল স্টার্ক।


promotional_ad

তিনি জানিয়েছেন সাবেক এই কোচের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে তার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তার সঙ্গে ম্যাসেজে কথা হয়েছে বলেও নিশ্চিত করেছেন স্টার্ক। অস্ট্রেলিয়া দল যখন পার্থে অনুশীলনে ব্যস্ত তখন একটি ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন ল্যাঙ্গার। তাই আলোচনায় উঠে এসেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে ল্যাঙ্গারের পুরোনো ঝামেলা'।


সেই আলোচনা অবশ্য বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন স্টার্ক। তিনি বলেছেন, 'আমার সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে ল্যাঙ্গারের। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তার সঙ্গে আমার ম্যাসেজ আদান প্রদান হয়েছে। ল্যাঙ্গারের সঙ্গে আমার সম্পর্ক বেশ স্বস্তিদায়ক।'


আগামী ৩০ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হচ্ছে পার্থে। স্টার্ক মনে করেন তাদের ম্যাচ দেখতে প্রচুর দর্শক আসবেন। করোনা পরিস্থিতির পর এবারই প্রথম পার্থে টেস্ট ম্যাচ খেলতে চলেছে অজিরা।


তার ভাষ্য, 'পার্থে সব সময়ই অনেক দর্শক থাকে। এখানে অনেকদিন টেস্ট না খেলা নিয়ে অনেক কথা হয়েছে। আশা করি দর্শকরা উপভোগ করবেন। দেখতে হবে তারা টেস্ট ক্রিকেট কতটা পছন্দ করে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball