promotional_ad

ব্যাটিং ব্যর্থতায় সাকিবদের হার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জয় দিয়ে এবারের আসর শুরু করেছিল সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। তবে জয়ের সেই ধারা ধরে রাখতে পারেনি তারা। দ্বিতীয় ম্যাচে মরিসভিলে স্যাম্প আর্মির বিপক্ষে ১৫ রানে হেরেছে বাংলা টাইগার্স। 


১০১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেছিল টাইগার্সরা। আগের ম্যাচে হাফ-সেঞ্চুরি করা এভিন লুইস এদিনও ভালো শুরু দেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ৯ বলে ১৪ রান করে সাজঘরে ফিরেছেন এই ক্যারিবিয়ান ওপেনার।


promotional_ad

তবে আরেক ওপেনার হজরতউল্লাহ জাজাই দারুণ ব্যাটিং করেছেন। তিনি এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। সাজঘরে ফেরার আগে এই আফগান ওপেনারের ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৩৫ রান।


মূলত দুই ওপেনারের বিদায়ের পরই পথ হারায় টাইগার্সরা। বিশেষ করে জো ক্লার্কের ধীরগতির ইনিংসের প্রভাব পড়ে দলের ওপর। ১১ বল খেলে মাত্র ৯ রান করেছেন এই ইংলিশ ব্যাটার।


এরপর কলিন মুনরো এবং বেন কাটিং চেষ্টা করেছেন তবে তা জয়ের জন্য যথেষ্ট হয়নি। কেবলই ব্যাবধান কমেছে। শেষ পর্যন্ত নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮৫ রান তোলেছে বাংলা টাইগার্স। 


এর আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১০০ রান তোলে মরিসভিলে। দলের হয়ে সর্বোচ্চ ২১ বলে ৩৮ রান এসেছে শিমরন হেটমায়ারের ব্যাট থেকে। টাইগার্সের হয়ে ১৭ রানে ২ উইকেট শিকার করে দলের সেরা বোলার বেনি হাওয়েল। সাকিব এক ওভার বোলিং করে ১২ রান খরচ করেছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball