promotional_ad

শামির থেকে ইয়র্কার শিখেছেন আর্শদীপ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নতুন বলে দারুণ সুইয়ের সঙ্গে পুরাতন বলে দুর্দান্ত সব ইয়র্কার, সবমিলিয়ে একজন কার্যকরী পেসার আর্শদীপ সিং। ইতোমধ্যেই সাদা বলের ক্রিকেটে দলের নিয়মিত মুখ হয়ে উঠেছেন এই পেসার। সাম্প্রতিক সময়ে তার এমন পারফরম্যান্সের পেছনে তার বড় অস্ত্র ইয়র্কার। আর তিনি এই ইয়র্কার শিখেছেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির থেকে।


২০১৯ সালের আইপিএল খেলে প্রথমবার আলোচনায় এসেছিলেন আর্শদীপ। এর পর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আইপিএল হোক কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, সব জায়গাতেই নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন।


promotional_ad

সর্বশেষ এশিয়া কাপে ৫ ম্যাচে শিকার করেছিলেন ৫ উইকেট। তবে এশিয়া কাপের পরের সিরিজে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে জায়গা হয়নি এই পেসারের। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরে ঠিকই আবার নিজেকে প্রমাণ করেছেন আর্শদিপ। অস্ট্রেলিয়ায় দলের অন্যতম সেরা পেসার ছিলেন তিনি।


আর্শদিপ বলেন, 'শুরুর দিকে শামি ভাইয়ের থেকে শিখেছি, কিভাবে ইয়র্কার করতে হয়। এখনও আরও উন্নতি করার চেষ্টা করছি এবং আশাকরি, দলের প্রয়োজনে রানের চাকা টেনে ধরা বা উইকেট শিকার করতে পারবো।'


বর্তমান ভারতীয় দলে বেশ কয়েক জন অভিজ্ঞ পেসার আছে। মোহাম্মদ শামি-জাসপ্রিত বুমরাহরা লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন। আর্শদিপ মনে করেন, এখনও অভিজ্ঞদের কাছ থেকে অনেক কিছু তার শেখার আছে।


আর্শদিপ বলেন, 'দলের অভিজ্ঞ খেলোয়াড়দের থেকে সবসময় নির্দেশনা পাচ্ছি। আমি তাদের থেকে শেখার চেষ্টা করি। আপনার (সিরাজ) থেকে হার্ড লেন্থের ডেলিভারি শেখার চেষ্টা করছি। ভুবি (ভুবনেশ্বর) ভাইয়ের থেকে নাকলবল শেখার চেষ্টা করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball