টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভয়ানক পাকিস্তানকে হারাতে বাটলারদের সেরা ছন্দে চান রুট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:24 শনিবার, 12 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটিং ইউনিটে খানিকটা দূর্বলতা থাকলেও বিশ্বকাপের সর্বশেষ ম্যাচগুলোতে কাটিয়ে উঠেছে পাকিস্তান। বাবর আজমের দলের সবচেয়ে শক্তির জায়গায় শাহীন শাহ আফ্রিদি-হারিস রউফদের নিয়ে গড়া সমৃদ্ধ বোলিং ইউনিট। দলে বেশ কয়েকজন ম্যাচ উইনার থাকায় পাকিস্তানকে ভয়ানক বলছেন জো রুট। ফাইনাল জিততে তাই জস বাটলারদের সেরা ছন্দে দেখতে চান ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক।

ভারতের বিপক্ষে হারতে দিয়ে শুরু করা পাকিস্তান নাটকীয়ভাবে পরাজিত হয় জিম্বাবুয়ের কাছে। এরপরই অবশ্য ঘুরে দাঁড়ায় বাবরা। সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডসের পর বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে। শেষ চারের লড়াইয়ে নিউজিল্যান্ডকে পাত্তাই দেয়নি পাকিস্তান।

আয়ারল্যান্ডের কাছে হারলেও ইংল্যান্ডের জন্য সমীকরণটা খুব বেশি কঠিন ছিল না। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেই শেষ চারের টিকিট পেতো ইংলিশরা। সেটা করতে একেবারেই ভুল করেনি বাটলারের দল। সেমিফাইনালে টুর্নামেন্টে নিজেদের সেরা ক্রিকেট খেলেছে ইংল্যান্ড। অ্যালেক্স হেলস ও বাটলারের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে বিদায় করেছে ১০ উইকেটে।

২০ ওভারের ক্রিকেটের শিরোপা নির্ধারিত ম্যাচে তাই মাঠে নামছে টুর্নামেন্টের সেরা দুই দলই। বড় টুর্নামেন্টে বরাবরই আনপ্রেডিক্টেবল পাকিস্তান। তবে পরিসংখ্যানে বেশ এগিয়ে ইংল্যান্ড। এখন পর্যন্ত ২৮ দেখায় ইংলিশদের জয় ১৭ ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখনও পাকিস্তানের কাছে হারেনি ইংল্যান্ড।

২০০৯ ও ২০১০ বিশ্বকাপে জয় তুলে নিয়েছিল তারা। যদিও এবারের পাকিস্তান নিয়ে বাটলারদের সতর্ক করেছেন রুট। স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে ব্যাটে-বলে বাবরের পাকিস্তানকে ভয়ানক আখ্যা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট অধিনায়ক।

এ প্রসঙ্গে রুট বলেন, ‘তাদের দলে দারুণ কয়েকজন ম্যাচ-উইনার রয়েছে। তাদের বোলিং বিভাগ দুর্দান্ত এবং দলটিতে আছে খুবই প্রতিভাবান কয়েকজন ব্যাটসম্যান। টপ অর্ডারের দুইজনকে (বাবর ও রিজওয়ান) নিয়ে অনেক আলোচনা হয়েছে।’

‘লম্বা একটা সময় ধরে এই সংস্করণে তারা ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছে।তাদের দলে রয়েছে অসাধারণ কয়েকজন ক্রিকেটার। তারা (পাকিস্তান) খুবই ভয়ানক দল। তাই সফল হতে হলে ফাইনালে নিজেদের সেরা ছন্দে থাকতে হবে।’