টি-টোয়েন্টি বিশ্বকাপ

দ্রাবিড়ের বিদায় নয়, সঙ্গে নেহরাকে চান হরভজন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:03 শুক্রবার, 11 নভেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

টানা দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রধান কোচ হিসেবে থাকলেও ভারতকে শিরোপা এনে দিতে পারেননি রাহুল দ্রাবিড়। সংযুক্ত আরব আমিরাতের অস্ট্রেলিয়াতেও শিরোপা ছুঁয়ে দেখা হচ্ছে না তাদের। ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ভারত। এমন ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্টে পরিবর্তন চান হরভজন সিং। যদিও দ্রাবিড়কে বাদ দেয়ার পক্ষে নন, বরং তার সঙ্গে আশিষ নেহরাকে সহযোগী হিসেবে চান ভারতের সাবেক এই স্পিনার।

ভারতের প্রধান কোচ হওয়ার আগে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ ছিলেন দ্রাবিড়। এমনকি ভারতের যুবদলকেও সামলেছেন তিনি। তার অধীনে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার উঠে আসেন। যারা কিনা পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা আইপিএলে দারুণভাবে ছাপ রেখেছে।

তরুণ ক্রিকেটারদের নিয়ে দ্রাবিড়ের এমন সাফল্যের পর তাকে ভারতের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়। শিরোপার আক্ষেপ ঘুচাতে দায়িত্ব নিলেও সেটা করে দেখাতে পারেননি। সংযুক্ত আরব আমিরাতে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিয়েছিল ভারত। মাস দুয়েক আগে এশিয়া কাপে ভারত বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকেই।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দৌড় থেমেছে সেমিফাইনাল থেকে। ১০ উইকেটে হারার পর টিম ম্যানেজমেন্টে সাম্প্রতিক সময়ে অবসর নেয়া ক্রিকেটারকে যুক্ত করতে বলছেন হরভজন। সর্বশেষ আইপিএলে গুজরাট টাইটান্সকে শিরোপা জেতানো নেহরাকে দ্রাবিড়ের সহযোগী হিসেবে চান তিনি।

ইন্ডিয়া টুডেকে হরভজন বলেন, ‘টিম ম্যানেজমেন্টে আমি পরিবর্তন দেখতে চাই। এমন কাউকে এখানে আনা দরকার, যিনি সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। টি–টোয়েন্টি ক্রিকেটটা যিনি খুব ভালো বোঝেন। রাহুল দ্রাবিড়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি এ কথা বলছি। তিনি আমার সতীর্থ, আমরা একসঙ্গে অনেক বছর খেলেছি। তিনি খুবই মেধাবী একজন ক্রিকেট ব্যক্তিত্ব।’

‘আমি চাই না তাঁকে সরিয়ে দেওয়া হোক এই ব্যর্থতার পর। তবে তাঁর এমন একজন সহকারীর প্রয়োজন, যিনি সাম্প্রতিক কালে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আমার মনে হয়, আশিষ নেহরা এই পদে খুবই যোগ্য। সে–ও খুবই মেধাবী একজন ক্রিকেট ব্যক্তিত্ব। সর্বশেষ আইপিএলে গুজরাট টাইটানসের কোচ হিসেবে সে দুর্দান্ত কাজ করেছে।’