promotional_ad

রিজার্ভ ডেতে ২ ঘণ্টা বাড়তি সময় পাচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বৃষ্টির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের বেশ কয়েকটি ম্যাচ ভেস্তে গেছে। যে তালিকায় সবার উপরে আছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের কয়েকটি ম্যাচ। টুর্নামেন্টের ফাইনালেও শঙ্কা রয়েছে বৃষ্টির। যে কারণে রিজার্ভ ডের সময় বাড়ালো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


বেরসিক বৃষ্টির কারণে মেলবোর্নে খেলা হয়নি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার দ্বৈরথ। এদিকে আফগানিস্তানের ভেস্তে গেছে দুটি ম্যাচ। বৃষ্টির কারণে খেলা যেন ভেস্তে না যায় সে কারণে নক আউটের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। সেমিফাইনালে সেটার প্রয়োজন না হলেও ফাইনালে কাজে দিতে পারে সেটি।


promotional_ad

ইএসপিএন ক্রিনইনফোর প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বকাপের ফাইনালের দিন ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯৫ শতাংশ। আবহাওয়া ব্যুরোর পক্ষ বরাত দিয়ে ক্রিকইনফো জানায়, বৃষ্টির প্রবল (শতভাগের কাছাকাছি) সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সঙ্গে মুষলধারে বর্ষণ হতে পারে।


১৩ নভেম্বর ফাইনাল মাঠে না গড়ালে সেটি সোমবার গড়াবে। যেখানে ম্যাচ শেষ করার জন্য দুই ঘণ্টা সময় পাবেন ম্যাচ অফিসিয়ালসরা। তবে কন্ডিশনের কথা মাথায় রেখে ইভেন্ট টেকনিক্যাল কমিটির ১৩.৭.৩ অনুচ্ছেদ অনুযায়ী আরও দুই ঘণ্টা বাড়িয়েছে আইসিসি।


অর্থাৎ রবিবার ম্যাচ মাঠ না গড়ালে কিংবা কয়েক ওভার খেলা হলে সেটি সোমবার শেষ করতে মোট ৪ ঘণ্টা সময় পাচ্ছেন ম্যাচ অফিসিয়ালসরা। দুই ঘণ্টা সময় বাড়িয়ে দেয়া হলেও ওভার কমিয়ে রবিবারই খেলা শেষ করার চেষ্টা করা হবে। সেটি সম্ভব না হলেই কেবল ম্যাচ রিজার্ভ ডেতে মাঠে গড়াবে। 


এদিকে রবিবার ম্যাচ শেষ করতে হলে দুই দলকে নূন্যতম ১০ ওভার খেলতে হবে। সেটি করা সম্ভব না হলেও ম্যাচ রিজার্ভ ডেতে যাবে। বৃষ্টির কারণে সেদিনও ম্যাচ শেষ করা না গেলে পাকিস্তান ও ইংল্যান্ডকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball