promotional_ad

কোহলি-রোহিতদের বিদেশি লিগে খেলার পরামর্শ হেলসের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


‘আমি বিরাট কোহলির কথা ভাবছি। শুধু চিন্তা করুন কোহলি সিক্সার্সের হয়ে খেলছে এবং কি পরিমাণ দর্শক হবে।’ কয়েক মাস আগে কাল্পনিকভাবে কোহলিকে বিগ ব্যাশে খেলতে দেখার কথা জানিয়েছিলেন ব্রেট লি। ভারতীয় ক্রিকেটারদের বিগ ব্যাশে চেয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্টও। কদিন আগে গুঞ্জন রটেছিল, বিদেশি লিগে দেখা যেতে পারে কোহলি-রোহিত শর্মাদের।


সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টি লিগের সব দলের মালিকানায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিরা থাকায় মূলত এমন গুঞ্জন চাওর হয়েছিল। তবে সেটা স্রেফ উড়িয়ে দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ভারতের ক্রিকেট বোর্ড স্থির থাকে বিদেশি লিগে কোহলিদের খেলার নিষেধাজ্ঞায়।


promotional_ad

মূলত আইপিএলের বানিজ্যিক মূল্য টিকিয়ে রাখতেই ভারতের ক্রিকেটারদের বিদেশি খেলতে দেয়া হয় না বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা। যদিও ক্রিকেটারদের চোটমুক্ত রাখতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কিছুদিন আগে জানিয়েছিলেন সুনীল গাভাস্কার। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ভারত বিদায় নেয়ার পর আবারও আলোচনায় কোহলি-রোহিতদের বিদেশি লিগে না খেলার কথা।


ম্যাচ সেরার পুরস্কার জেতা অ্যালেক্স হেলস বিদেশি লিগে দেখতে চান ভারতের ক্রিকেটারদের। হার্দিক পান্ডিয়া-লোকেশ রাহুলরে খেলতে লিগগুলোর মতো তারা নিজেরাও উপকৃত হবে বলে বিশ্বাস করেন ইংলিশ এই ওপেনার। এসব জায়গায় খেললে হেলসের মতো তারাও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবেন বলে জানান তিনি। কোহলিদের বিদেশি লিগে খেলতে না পারাকে লজ্জাজনক হিসেবে দেখছেন ডানহাতি এই ব্যাটার।

ভারতকে সেমিফাইনাল থেকে বিদায় করে এ প্রসঙ্গে হেলস বলেন, ‘ভারতীয় ক্রিকেটাররা বিদেশি লিগে খেলার সুযোগ পায় না সেটা আসলে লজ্জাজনক। এটা সবার জন্যই ভালো হবে। বিশ্বের সেরা কয়েকজন ক্রিকেটার খেলতে পারলে তাদের মতো লিগও উপকৃত হবে। আমার মনে হয় বিদেশি লিগে খেললে আপনাকে একজন ভালো ক্রিকেটার হিসেবে গড়ে তুলবে এবং সেখানকার কন্ডিশন বুঝতে সহায়তা করবে। আশা করি তারা (ভারতীয়রা) বিভিন্ন লিগে খেলার সুযোগ পাবে। এটা আমাকে সাহায্য করেছে।’


হেলস চাইলেও সেখানে আপত্তি আছে রাহুল দ্রাবিড়ের। পুরো সিদ্ধান্তটা বিসিসিআইয়ের উপর বলে জানিয়েছেন ভারতের প্রধান কোচ। তবে নিজেদের ঘরোয়া ক্রিকেটের কথাও তুলেছেন তিনি। সেই সময় ভারতের রঞ্জি ট্রফি কিংবা প্রথম শ্রেণির ক্রিকেট হওয়ায় কোহলি কিংবা ভারতের ক্রিকেটারদের বাইরে খেলতে দেয়া হয় না বলে জানান দ্রাবিড়। সেই সঙ্গে ভারতের প্রধান কোচের দাবি, এসব বাদ দিয়ে রোহিতদের বিদেশি লিগ খেলতে দিলে ভারতের টেস্ট ক্রিকেট শেষ হয়ে যেতো।


দ্রাবিড় বলেন, ‘আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের অনেক ছেলে হয়তো বিভিন্ন লিগে খেলার সুযোগ হাতছাড়া করবে। এটা আসলে বিসিসিআইয়ের সিদ্ধান্তের উপর নির্ভর করে। কিন্তু সমস্যাটা হচ্ছে এটা আমাদের মৌসুমের মাঝামাঝি। ভারতীয় ক্রিকেটারদের যে চাহিদা তাতে সবাইকে বিদেশি লিগ খেলার অনুমতি দিলে আমাদের ঘরোয়া ক্রিকেট থাকত না। আমাদের ঘরোয়া ক্রিকেট (প্রথম শ্রেণির ক্রিকেট), রঞ্জি ট্রফি শেষ হয়ে যেতো। অর্থাৎ আমাদের টেস্ট ক্রিকেটও শেষ হয়ে যেতো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball