promotional_ad

বৃহস্পতিবার কোহলির ব্যাটে রান চান না পিটারসেন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিরাট কোহলির বাজে সময়ে বরাবরই পাশে ছিলেন কেভিন পিটারসেন। সমর্থকদের মতো কোহলিকে ফর্মে দেখতে চেয়েছেন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটারও। তবে বৃহস্পতিবার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কোহলির ব্যাটে রান চান না পিটারসেন। 


২০১৯ সালের নভেম্বরের শেষের সময়টা থেকে বেশ বাজে সময় পার করেছেন কোহলি। তবে সর্বশেষ এশিয়া কাপ থেকে নিজের সেরা ছন্দে ফিরতে শুরু করেছেন ভারতের সাবেক এই অধিনায়ক। টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের ফর্ম ধরে রেখেছেন তিনি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেছিলেন কোহলি। মেলবোর্নে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি ইনিংস।


promotional_ad

হারিস রউফ-শাহীন শাহ আফ্রিদিদের বিপক্ষে করেছিলেন অপরাজিত ৮২ রান। হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন নেদারল্যান্ডস ও বাংলাদেশের বিপক্ষেও। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলা কোহলির ব্যাট থেকে এসেছে ২৪৬ রান। সবচেয়ে বেশি রান তোলাদের তালিকায় রয়েছেন সবার শীর্ষেও।


বৃহস্পতিবার (১০ নভেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামছেন কোহলি। ইংলিশদের সঙ্গেও নিশ্চিতভাবে নিজের এমন ছন্দ ধরে রাখতে চাইবেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। তবে নিজের দেশের বিপক্ষে খেলা হওয়ায় পিটারসেন চান কোহলি যেন এদিন ছুটি কাটান।


এ প্রসঙ্গে পিটারসেন বলেন, ‘আমি এত দিন কোহলির খারাপ সময়ে তার পাশে থেকেছি। তার ফর্মে ফেরাটা জরুরি ছিল। তার দর্শকদের উত্তেজনা, উল্লাস ধ্বনির দরকার পড়ে। এ ব্যাপারটা গত দুই বছর সে সেভাবে পায়নি, তাই কোহলির ব্যাটিং পথ হারিয়েছিল। কিন্তু এখন মাঠে দর্শক ফিরেছে। অস্ট্রেলিয়াতে টি–টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে।’


‘টি–টোয়েন্টি ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়া তো দারুণ একটা জায়গা। কোহলিও ফিরেছে রাজকীয়ভাবেই। তার বন্ধু হিসেবে আমি কোহলি ফর্মে ফেরায় খুশি। কিন্তু আমি চাই বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে কোহলির ব্যাট যেন না হাসে। সে যেন একটু ‘ছুটি’ কাটায়।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball