বিশ্বকাপে বাংলাদেশ একেবারে খারাপ করেনি, দাবি সুজনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কাগজে কলমে কিংবা ফলাফল বিবেচনায় সেরা বিশ্বকাপ হলেও মাঠের পারফরম্যান্সে সেটার ছাপ রাখতে পারেনি বাংলাদেশ। ৬ দলের মাঝে পাঁচে থেকে শেষ করেও নিজেদের সেরা বিশ্বকাপ দাবি করেছেন শ্রীধরন শ্রীরাম এবং সাকিব আল হাসান। তাদের কথার সঙ্গে খানিকটা সুর মিলিয়েছেন খালেদ মাহমুদ সুজন। সেরা বিশ্বকাপ না বললেও বাংলাদেশের টিম ডিরেক্টরের দাবি করেন, দল একেবারে খারাপ করেনি।
সুপার টুয়েলভের ‘২’ নম্বর গ্রুপে বাংলাদেশের সঙ্গী ছিল ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডস। পাঁচ ম্যাচের দুটিতে জয় পেলেও ব্যাটে-বলে আহামরী দাপট দে??াতে পারেননি সাকিবরা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে পিছিয়ে থাকার পরও জিম্বাবুয়ে এবং নেদারল্যান্ডসের সঙ্গে কষ্টার্জিত জয় পায় তারা।

যদিও সাউথ আফ্রিকা, পাকিস্তান এবং ভারতের কাছে হারতে হয় বাংলাদেশকে। ভারতকে বাগে পেয়েও হারাতে পারেনি সাকিবের দল। পুরো টুর্নামেন্টে টি-টোয়েন্টি সুলভ পারফরম্যান্স কেবল দেখা মিলেছে তাসকিন আহমেদের মাঝে। তবুও সেরা বিশ্বকাপ দাবি করায় হতবাক ক্রিকেট বিশ্লেষকরা।
বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সুজন বলেন, ‘প্রতিটি ম্যাচেই আমাদের উন্নতি ছিল। প্রত্যাশাও বেড়ে গিয়েছিল, সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেটি হয়নি, তবে আমার মনে হয় আমরা মোটেই একেবারে খারাপ করিনি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচেই বাজে আম্পায়ারিংয়ের শিকার হয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ফেইক ফিল্ডিংয়ের সঙ্গে ছিল মাঠ শুকানোর আগে খেলা শুরুর অভিযোগ। পাকিস্তানের বিপক্ষেও বাজে আম্পারিংয়ের শিকার টাইগাররা। যেখানে ব্যাটে লাগার পরও সাকিবকে আউট দিয়েছেন আম্পায়ার। বাংলাদেশের সঙ্গে একটু বেশিই ভুল হয়েছে বলে দাবি করেন সুজন।
তিনি বলেন, ‘ম্যাচে ভুল সিদ্ধান্ত হয়। কিন্তু আমাদের সঙ্গে একটু বেশিই ভুল সিদ্ধান্ত হয়েছে। পাকিস্তানের ম্যাচে সাকিবের আউটটা আমরা কেউই মেনে নিতে পারিনি। ভারতের সঙ্গে ম্যাচেও এমন দু-একটি ভুল সিদ্ধান্ত হয়েছে। এখন আমরা আম্পায়ারের সঙ্গে আলোচনা করতে পারি। কিন্তু একবার সিদ্ধান্ত দিয়ে দিলে আর কিছুই করার থাকে না। পরে অভিযোগ করলেও তো ম্যাচটা আর ফিরে আসবে না।’