promotional_ad

ক্রিকেটে রাজনীতি জড়ালে এশিয়া কাপ বাতিল করুন: জাভেদ মিয়াঁদাদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও সেখানে যেতে অপারগতা প্রকাশ করেছে ভারত। এমন কাণ্ডের পর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সমালোচনায় মুখর ওয়াসিম আকরাম, আকিভ জাভেদরা। এবার তাদের সঙ্গে যোগ দিলেন জাভেদ মিঁয়াদাদ। এশিয়া কাপ বন্ধ করে দেয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।


সময় যত বেড়েছে দুই দেশের রাজনৈতিক ততই খারাপ হয়েছে। ২০১৩ সালের পর থেকে ভারত-পাকিস্তানের মাঝে হয় না কোন দ্বিপাক্ষিক সিরিজ। মাঝে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে গিয়েছিল পাকিস্তান। তবে এই সময়ের মাঝে কখনও পাকিস্তানের মাটিতে পা রাখেনি বিরাট কোহলিরা। 


promotional_ad

২০২৩ সালে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের সূচি থাকায় সেখানে যাওয়ার সুযোগ ছিল ভারতের। তবে পাকিস্তানের মাটিতে ভারত যেতে চায় না বলে মন্তব্য করেছেন জয় শাহ। বিসিসিআইয়ের সেক্রেটারির এমন মন্তব্যে হতাশা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


সেই সঙ্গে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে না যাওয়ার ‘হুমকি’ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এদিকে জাভেদ মিয়াঁদাদ মনে করেন, ক্রিকেট থেকে রাজনীতি সরিয়ে রাখতে না পারলে এশিয়া কাপ বন্ধ করে দেয়া উচিত। ক্রিকেটারদের জন্য হলেও রাজনীতিকে দূরে রাখা উচিত বলে জানান তিনি।


এ প্রসঙ্গে জাভেদ মিয়াঁদাদ বলেন, ‘আইসিসির আসলে কাজটা কি? এমনটা হলে এশিয়া কাপ বাতিল করুন। আমরা এশিয়ায় আছি। আমরা কেবল একে অপরের সঙ্গে খেললেই উপকৃত হবো। ক্রিকেটে রাজনীতি আনা উচিত না। আমি খেলোয়াড়দের স্বার্থে সবাইকে অনুরোধ করছি। পিক অ্যান্ড চুজ ব্যাপারটা ভুল। অন্যথায় আপনার ক্রিকেট খেলা বন্ধ করা উচিত।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball