পিএসএল

পিএসএলের ড্রাফট ১৮ নভেম্বর, থাকছে না নিলাম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:08 শুক্রবার, 14 অক্টোবর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর। যদিও এবারের আসরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে নিলাম আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।

ফ্যাঞ্চাইজিদের অনাপত্তিতে এবার আর নিলাম অনুষ্ঠিত হচ্ছে না। তারা জানিয়েছেন, নিলাম প্রক্রিয়ায় যাওয়ার জন্য প্রস্তুত নয়। এ কারণেই আগের মতো ড্রাফট প্রক্রিয়া থাকছে পিএসএলে।

যদিও টুর্নামেন্ট অংশ নেয়া ক্রিকেটারদের বেতন বাড়ানোর পক্ষে রাজি হয়েছে পিসিবি ও ফ্যাঞ্চাইজিগুলো। এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো চূড়ান্ত  সিদ্ধান্ত নেয়নি পিএসএলের আয়োজকরা।

মূলত বিদেশি ক্রিকেটারদের আগ্রহী করতেই এই ব্যাপারে তারা সম্মতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবারের পিএসএলে বাড়ছে ভেন্যু সংখ্যা। খেলা হবে বেশ কয়েকটি শহরে।

আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হবে পিএসএলের আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ মার্চ। ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো সর্বোচ্চ ৮ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে।