promotional_ad

র‍্যাঙ্কিংয়ে মেঘলার বড় লাফ, উন্নতি করেছেন জ্যোতিও

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঘরের মাঠে নারী এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন ছিল বাংলাদেশ নারী দলের। সেই লক্ষ্যে একেবারেই পথভ্রষ্ট বাংলাদেশের নারীরা। আসরে দল গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ব্যাক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সানজিদা আক্তার মেঘলা। তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে তার র‍্যাঙ্কিংয়েও।


মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন মেঘলা। ২৫ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। মঙ্গলবার মেয়েদের র‍্যাঙ্কিংয়ের এই সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি।


promotional_ad

গত বৃহস্পতিবার মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছিলেন সানজিদা। ২ ওভার বোলিং করে মাত্র ৪ রান খরচায় শিকার করেন ২ উইকেট। এরপর ভারতের বিপক্ষে উইকেট না পেলেও দলের হয়ে ওভারপ্রতি সবচেয়ে কম রান দেন তিনি।


আর শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভার বোলিং করে ১ উইকেট শিকার করেন মাত্র ১৩ রান দিয়ে। এমন পারফরম্যান্সে বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ২৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছেন সানজিদা। ৫৬৫ রেটিং পয়েন্ট নিয়ে আছেন ২৪তম স্থানে।


এদিকে রুমানা আহমেদ ৯ ধাপ এগিয়ে ৪৭ নম্বরে উঠে এসেছেন। সবশেষ তিন ম্যাচে তার শিকার ৭ উইকেট। উন্নতি করেছেন জাহানারা আলমও। তিনি ৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫৯তম স্থানে।


৮ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে আছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। উন্নতি হয়েছে নিগার সুলতানা জ্যোতিরও। মালয়েশিয়ার বিপক্ষে ৫৩ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশ অধিনায়ক। ৩ ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন এই কিপার-ব্যাটার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball