নারী এশিয়া কাপ

গান শোনাতে সংবাদ সম্মেলনে গিটার চাইলেন জেমিমাহ

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 18:12 শনিবার, 08 অক্টোবর, 2022

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট, সিলেট থেকে ||

‘আমার জীবনের সবচেয়ে দ্রুততম সংবাদ সম্মেলন...’। শ্রীলঙ্কা বিপক্ষে ৭৬ রানের ম্যাচ সেরা ইনিংস খেলার পর চার সাংবাদিক ও পাঁচ প্রশ্নের উত্তর শেষে বেরিয়ে যাওয়ার সময় হাসতে হাসতেই এমনটা বলছিলেন জেমিমাহ রদ্রিগেজ। আড্ডায় মেতে থাকতে পছন্দ করেন, যে কারণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ক্লান্তি নেই ডানহাতি এই ব্যাটারের। তবে সেদিন সেই সুযোগ মেলেনি, বরং ৩ মিনিটের সংবাদ সম্মেলন শেষ করেছিলেন মনের কোণে খানিকটা আক্ষেপ নিয়েই।

বাংলাদেশের বিপক্ষে ২ উইকেট আর ৫৫ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা শেফালি ভার্মা। ডানহাতি এই ওপেনার ম্যাচ সেরা হওয়ায় অনুমেয়ভাবেই সংবাদ সম্মেলনে তাকে প্রত্যাশা করছিলেন সাংবাদিকরা। তবে হাসি মুখে এদিন প্রেস মিটে এসেছেন জেমিমাহ। এদিন অবশ্য তেমন আক্ষেপে পুড়তে হয়নি। ব্যাটিংয়ের মতো প্রেস কনফারেন্সটাও দারুণভাবে সামলাতে পারেন এই তরুণী। সাড়ে ৬ মিনিট কথা বলে সামলেছেনও।

পাকিস্তানের বিপক্ষে হারের পর নিজেদের মাঝে আলোচনা, বাংলাদেশকে নিয়ে পরিকল্পনাসহ নানান কথাই শুনিয়েছেন জেমিমাহ। এসবের মাঝে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জেমিমাহ বলে উঠলেন, ‘আমাকে এখানে গান গাইতে বলবেন না।’ ক্রিকেটারের প্রেস কনফারেন্সে গানের গল্প, খানিকটা খটকা লাগতেই পারে। তবে গানের সঙ্গে জেমিমাহর নিবিড় একটা সম্পর্ক রয়েছে। ক্রিকেটের বাইরের সময়টা হাসি-আনন্দ, আড্ডায় কাটাতে পছন্দ করেন তরুণী এই ব্যাটার।

সময় পেলেই গিটার নিয়ে বসে পড়েন তিনি। ক্রিকেট তার পেশা হলেও গান গাওয়াটা তার জন্য নেশা। মাঝে মাঝেই টুইটারে নিজের গাওয়া গানের ভিডিও আপলোড করেন ডানহাতি এই ব্যাটার। কখনও কখনও ইনস্ট্রাগ্রামের লাইভে এসে ভক্তদের শোনান নিজের গান। সব জায়গা সঙ্গী গিটার। ব্যাটিংয়ের মতো গিটার বাজিয়ে গানটাও খারাপ করেন না জেমিমাহ। মূলত নিজের মানসিক ক্লান্তি দূর করতেই গিটার নিয়ে গান করতে বসে যান তিনি।

শৈশব থেকেই গড়ে উঠা নিজের অভ্যাস নিয়ে জেমিমাহ বলেন, ‘আমি সহজাতভাবে মজা করতে ভালোবাসি। যেখানেই যাই আমি পরিবেশটাকে চাঙ্গা করে রাখতে পছন্দ করি। শৈশব থেকেই এমন অভ্যাস আমার। আমার হাতে চিড় ধরেছিল সেজন্য প্রায় দেড় মাস গিটার স্পর্শ করতে পারিনি। এখন অবশেষে সেটা পারছি। কাজেই এটা আমার মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে।’

এমন কিছু মাঠেও সতেজ রাখে বলে মনে করেন জেমিমাহ। ডানহাতি এই ব্যাটার বলেন, ‘আমাদের দলে অনেক তরুণী আছে। একই বয়েসের অনেকে আছে। সবাই মিলে আড্ডা দেওয়া, ভালো সময় কাটানো এটা জরুরী হয়ে পড়ে। আমার মনে হয় প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হলে ক্রিকেটের বাইরে একটা ভারসাম্যপূর্ণ জীবন দরকার। এটা মাঠেও সতেজ থাকতে কাজে দেয়।’

এমন একজন কাছে পেয়েই গান আবদার করে বসলেন সংবাদ সম্মেলনে থাকা সাংবাদিকরা। চেয়ার থেকে উঠতে উঠতেই জেমিমাহ বলে বসলেন, ‘আমাকে একটা গিটার দিন, আমি গান শোনাবো।’ যাওয়ার আগে জানিয়ে গেলেন তার কাছে ক্রিকেটাই আগে।