Connect with us

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা


প্রকাশ

:

ছবি : আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েরা তুলেছিল ১২০ রান।

দারুণ ব্যাটিংয়ের পর বল হাতে নেমে ২৪ রানেই আইরিশদের ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ। শুরুতেই ওপেনার গেবি লুইসকে বোল্ড করে ফেরান সানজিদা আকতার মেঘলা।

আরেক ওপেনার এমি হান্টারকে ফেরান নাহিদা আক্তার। নিজের দ্বিতীয় ওভার করতে এসে ওরলা পেন্ডারিগাস্টকে ফিরিয়ে দ্বিতীয় শিকার তুলে নেন মেঘলা। মিডল অর্ডারে আইরিশদের কিছুটা হাল ধরেছিলেন অধিনায়ক লরা ডেলেনি ও এইমার রিচার্ডসন।

ডেলেনি ১২ ও রিচার্ডসন ১৮ রান করে ফিরলে আবারও বিপর্যয়ে পরে আইরিশ মেয়েরা। দুজনকে সাজঘরে পাঠিয়েছেন রুমানা। শেষদিকে উইকেটরক্ষক ব্যাটার ম্যারি ওয়াল্ডরন ১৯, আরলেনা কেলির অপরাজিত ২৮ রান ও কারা মুরায়ের ১৩ রানে ভর করে ১১৩ রান পর্যন্ত যেতে পারে আয়ারল্যান্ড।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রুমানা। দুটি করে উইকেট পেয়েছেন নাহিদা, মেঘলা ও সোহেলি।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ফারজানা হকের ৫৫ বলে ৬৫ ও রুমানার ২০ বলে ২১ রানের ইনিংসে মাঝারি পুঁজি পায় বাংলাদেশ নারী দল। বাকি কোনো ব্যাটারই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। 

আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন ডেলেনি, ২টি করে উইকেট পেয়েছেন মুরায় ও কেলি। এ ছাড়া একটি উইকেট গেছে রিচার্ডসনের ঝুলিতে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ নারী দল- ১২০/৮ (২০ ওভার) (ফারজানা ৬১, রুমানা ২১; ডেলানি ৩/২৭)

আয়ারল্যান্ড নারী দল- ১১৩/৯ (২০ ওভার) (কেলি ২৮*, ওয়ালড্রন ১৯, রিচার্ডসন ১৮; রুমানা ৩/২৪, সানজিদা ২/১৬, সোহেলি ২/২০)


 


সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

আর্কাইভ

বিজ্ঞাপন