ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

আমি কোনো ক্রেডিট নেইনি স্যার, ম্যাচ শেষে কার্তিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:30 শনিবার, 24 সেপ্টেম্বর, 2022

|| ডেস্ক রিপোর্ট ||

দুই বলে ছক্কা ও চার মেরে ভারতকে জিতিয়েছেন দীনেশ কার্তিক। এমন ব্যাটিংয়ের পর এই ফিনিশারকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কার্তিককে এই বিষয়ে প্রশ্ন কড়া হয়েছিল। তিনি উত্তরে বলেছেন, 'আমি কোনো ক্রেডিট নেইনি স্যার।'

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটের জয়ে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত। এই জয়ে সবচেয়ে বড় অবদান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। তিনি মাত্র ২০ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।

যদিও দুই বলে ১০ রান তুলে নিয়ে সবার সামনে নায়ক হয়ে যান কার্তিক। এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছেন, তিনি দুটি বল পেয়েছিলেন। সেগুলোকেই কাজে লাগানোর চেষ্টা করেছেন মাত্র। সেই সঙ্গে দারুণ ইনিংসের জন্য রোহিতকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

কার্তিক বলেন, ‘আরে আমি কোনও ক্রেডিট নেইনি স্যার, রোহিত শর্মা অসাধারণ ব্যাটিং করেছেন। শেষের দুটি বল পেয়েছি, যেটা হয়েছে সেটা চেষ্টা করেছি মাত্র। রোহিত শর্মা আজ অসাধারণ ব্যাটিং করেছেন। নতুন বলে সেই উইকেটে সেই শট খেলা বিশ্বমানের বোলারদের পক্ষে সহজ নয়। শুধু ভারতীয় ক্রিকেটে নয়, বিশ্ব ক্রিকেটে রোহিত শর্মা কত বড় খেলোয়াড় তা তিনি দেখিয়েছেন। তাঁর ফাস্ট বোলারদের খেলার খুব ভালো ক্ষমতা আছে যা তাঁকে বিশেষ করে তোলে।’

কার্তিক মনে করেন হার্দিক পান্ডিয়ার মতো ক্রিকেটার থাকলে একাদশ সাজানোটা সহজ হয়ে যায়। কারণ তার মতো একজন অলরাউন্ডার দলের ভারসাম্য ঠিক করে। তিনি হার্দিককে বিশ্বমানের বোলার হিসেবেও আখ্যা দিয়েছেন।

কার্তিক বলেন, ‘আজ আমাদের চারজন বোলার দরকার ছিল কারণ একজন বোলার সর্বোচ্চ দুই ওভার বল করতে পারে। কিন্তু আমাদের কাছে এখনও পাঁচটি বিকল্প ছিল। হার্দিক পান্ডিয়ার মতো বিশ্বমানের বোলার পাওয়াটা দারুণ।’

কার্তিক আরও যোগ করেন, ‘হার্দিক পান্ডিয়া যখন প্লেয়িং একাদশে আছে, দলে অনেক ভারসাম্য আছে বলে মনে করা হচ্ছে। এই ক্ষেত্রে, আপনি একটি অতিরিক্ত বোলার বা ব্যাটারকে খেলাতে পারেন। বিশ্ব ক্রিকেটে খুব কম খেলোয়াড়ই আছে যারা দলকে এই ধরনের ভারসাম্য প্রদান করে। অক্ষর প্যাটেলও এখন এই পথ অনুসরণ করছেন। যার কারণে আজ ব্যাট করার সুযোগ না পেলেও ঋষভ পন্ত খেলেছেন।’