Connect with us

বাংলাদেশ-আরব আমিরাত সিরিজ

আরব আমিরাত থেকেই জেতার অভ্যাস চান সোহান


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এই সিরিজে দলে নেই সাকিব আল হাসান। আরব আমিরাতের বিপক্ষে টাইগারদের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান।

দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোহান জানিয়েছেন, এই সিরিজটি বিশ্বকাপের আগে নিজেদের তৈরি করতে দারুণ সাহায্য করবে। এই সিরিজে আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যেতে চান তিনি।

এ প্রসঙ্গে সোহান বলেন, 'দেখুন, বাংলাদেশের হয়ে ম্যাচ খেলা অনেক গর্বের ব্যাপার। আমার মনে হয় বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে। আমরা যদি জিতে আসতে পারি তাহলে এই আত্মবিশ্বাসটা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপে কাজে দেবে।'

সাকিব না থাকায় কিছু আক্ষেপ থাকলেও এটা অন্যদের জন্য সুযোগ বলে মনে করেন সোহান। তিনি বলেন, 'অবশ্যই, সাকিব ভাইয়ের মতো একজন খেলোয়াড়কে সবাই তো সবসময় চায় দলে থাকার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় এটা আরেকজনের জন্য সুযোগ যে তার জায়গায় খেলবে। সে তার ইম্প্যাক্টটা রাখবে।'

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ এর আগে এই ফরম্যাটেই সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সিরিজেই হারতে হয়েছে তাদের। এমন অবস্থায় জেতার অভ্যাস করাটাই গুরুত্বপূর্ণ মনে করেন ভারপ্রাপ্ত এই অধিনায়ক।

সোহান বলেন, 'টি-টোয়েন্টিতে আমরা হয়তো সবশেষ কিছু ম্যাচ হেরেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি জেতাটা অভ্যাস করতে পারি তাহলে দলের কম্বিনেশন এবং পুরো দলের চেহারা বদলে যাবে। অবশ্যই, লক্ষ্য থাকবে যাতে সেটাই করতে পারি।'

সর্বশেষ

৫ অক্টোবর, বুধবার, ২০২২

ছেলেদের অধিনায়ক হান্টার যেভাবে অস্ট্রেলিয়া থেকে মালয়েশিয়ায়

৪ অক্টোবর, মঙ্গলবার, ২০২২

'ভারত বিশ্বকাপ জিতবে কিনা, নির্ভর করছে সূর্যের ওপর'

৪ অক্টোবর, মঙ্গলবার, ২০২২

গ্রিনের বিশ্বকাপ খেলার সুযোগ দেখছেন ওয়াটসন

৪ অক্টোবর, মঙ্গলবার, ২০২২

ওয়ানডে থেকে অবসর নেয়ার সিদ্ধান্ত সঠিক ছিল: ফিঞ্চ

৪ অক্টোবর, মঙ্গলবার, ২০২২

ইউসুফকে ধাক্কা মেরে শাস্তি পেলেন জনসন

৪ অক্টোবর, মঙ্গলবার, ২০২২

বিশ্বকাপে মাঠে বসে ভারতকে সমর্থন দেবেন বুমরাহ

৪ অক্টোবর, মঙ্গলবার, ২০২২

তরুণদের নিয়ে রোমাঞ্চিত সিডন্স

৪ অক্টোবর, মঙ্গলবার, ২০২২

বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালসদের তালিকা প্রকাশ আইসিসির

৪ অক্টোবর, মঙ্গলবার, ২০২২

অবসর ভেঙে টেস্টে ফিরছেন না মঈন

৪ অক্টোবর, মঙ্গলবার, ২০২২

বাংলাদেশ-পাকিস্তানের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন উইলিয়ামসন

আর্কাইভ

বিজ্ঞাপন