Connect with us

বাংলাদেশ-আরব আমিরাত সিরিজ

আরব আমিরাত থেকেই জেতার অভ্যাস চান সোহান


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এই সিরিজে দলে নেই সাকিব আল হাসান। আরব আমিরাতের বিপক্ষে টাইগারদের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান।

দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোহান জানিয়েছেন, এই সিরিজটি বিশ্বকাপের আগে নিজেদের তৈরি করতে দারুণ সাহায্য করবে। এই সিরিজে আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যেতে চান তিনি।


এ প্রসঙ্গে সোহান বলেন, 'দেখুন, বাংলাদেশের হয়ে ম্যাচ খেলা অনেক গর্বের ব্যাপার। আমার মনে হয় বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে। আমরা যদি জিতে আসতে পারি তাহলে এই আত্মবিশ্বাসটা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপে কাজে দেবে।'


সাকিব না থাকায় কিছু আক্ষেপ থাকলেও এটা অন্যদের জন্য সুযোগ বলে মনে করেন সোহান। তিনি বলেন, 'অবশ্যই, সাকিব ভাইয়ের মতো একজন খেলোয়াড়কে সবাই তো সবসময় চায় দলে থাকার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় এটা আরেকজনের জন্য সুযোগ যে তার জায়গায় খেলবে। সে তার ইম্প্যাক্টটা রাখবে।'

সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ এর আগে এই ফরম্যাটেই সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সিরিজেই হারতে হয়েছে তাদের। এমন অবস্থায় জেতার অভ্যাস করাটাই গুরুত্বপূর্ণ মনে করেন ভারপ্রাপ্ত এই অধিনায়ক।

সোহান বলেন, 'টি-টোয়েন্টিতে আমরা হয়তো সবশেষ কিছু ম্যাচ হেরেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি জেতাটা অভ্যাস করতে পারি তাহলে দলের কম্বিনেশন এবং পুরো দলের চেহারা বদলে যাবে। অবশ্যই, লক্ষ্য থাকবে যাতে সেটাই করতে পারি।'

সর্বশেষ

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে অনিশ্চিত স্টোকস

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

বেদনার নীলচে আভা সরিয়ে সোনালি ট্রফির আশায় নিউজিল্যান্ড

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

আর মুখ দেখাবো না: সাকিব

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

বিশ্বকাপ শুরুর আগে দেখে নিন ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

পরিসংখ্যানে তাকাই না, আমার কাছে দলই আগে: সাকিব

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

এক যুগ পর বিশ্বকাপের রোমাঞ্চ পাবে নেদারল্যান্ডস

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়াকে ছুঁতে ইংল্যান্ডের ‘ইটস কামিং হোম’

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

মালয়েশিয়ার বিপক্ষে শেষ ওভারে বাংলাদেশকে জেতালেন আফিফ

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

বিপিএলে সিলেট স্ট্রাইকার্সে বেনি হাওয়েল

৪ অক্টোবর, বুধবার, ২০২৩

শিরোপাতেই চোখ রাখছেন লাথাম

আর্কাইভ

বিজ্ঞাপন