promotional_ad

আরব আমিরাত থেকেই জেতার অভ্যাস চান সোহান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংযুক্ত আরব আমিরাতে ক্যাম্প ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। এই সিরিজে দলে নেই সাকিব আল হাসান। আরব আমিরাতের বিপক্ষে টাইগারদের নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান।


দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোহান জানিয়েছেন, এই সিরিজটি বিশ্বকাপের আগে নিজেদের তৈরি করতে দারুণ সাহায্য করবে। এই সিরিজে আত্মবিশ্বাস নিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যেতে চান তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে সোহান বলেন, 'দেখুন, বাংলাদেশের হয়ে ম্যাচ খেলা অনেক গর্বের ব্যাপার। আমার মনে হয় বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি হবে। আমরা যদি জিতে আসতে পারি তাহলে এই আত্মবিশ্বাসটা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপে কাজে দেবে।'


সাকিব না থাকায় কিছু আক্ষেপ থাকলেও এটা অন্যদের জন্য সুযোগ বলে মনে করেন সোহান। তিনি বলেন, 'অবশ্যই, সাকিব ভাইয়ের মতো একজন খেলোয়াড়কে সবাই তো সবসময় চায় দলে থাকার জন্য। কিন্তু আমার কাছে মনে হয় এটা আরেকজনের জন্য সুযোগ যে তার জায়গায় খেলবে। সে তার ইম্প্যাক্টটা রাখবে।'


সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ এর আগে এই ফরম্যাটেই সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি সিরিজেই হারতে হয়েছে তাদের। এমন অবস্থায় জেতার অভ্যাস করাটাই গুরুত্বপূর্ণ মনে করেন ভারপ্রাপ্ত এই অধিনায়ক।


সোহান বলেন, 'টি-টোয়েন্টিতে আমরা হয়তো সবশেষ কিছু ম্যাচ হেরেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে যদি জেতাটা অভ্যাস করতে পারি তাহলে দলের কম্বিনেশন এবং পুরো দলের চেহারা বদলে যাবে। অবশ্যই, লক্ষ্য থাকবে যাতে সেটাই করতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball