promotional_ad

এজবাস্টন টেস্ট দিয়ে শুরু অ্যাশেজের লড়াই

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


লাল বলের ক্রিকেটে বাজে সময় কাটিয়ে নতুন পথচলায় দুর্দান্ত ইংল্যান্ড। ঘরের মাঠে একের পর পর সিরিজ জিতে ইংলিশ সমর্থকদের স্বস্তি ফিরিয়েছেন বেন স্টোকসরা। তাতে ঘরের মাঠে হতে যাওয়া আগামী অ্যাশেজ সিরিজে প্রতিশোধের স্বপ্ন বুনছে ইংলিশরা। মহারণের শুরুটা হচ্ছে এজবাস্টন টেস্ট দিয়ে।


অ্যাশেজে মাঠে নামার আগে জুনের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে ইংল্যান্ড। ১ জুন থেকে শুরু হবে ম্যাচটি। এর আগে ২০১৯ সালে টেস্ট খেলেছে এই দুই দল। আইরিশদের বিপক্ষে টেস্ট ম্যাচের ১২ দিন পর শুরু হবে অ্যাশেজ সিরিজ।


promotional_ad

১৬ জুন এজবাস্টনে হবে অ্যাশেজের প্রথম টেস্ট। লর্ডসে সাদা পোশাকের দ্বিতীয় ম্যাচ হবে ২৮ জুন। পরের তিন টেস্ট হবে ৬, ১৯ এবং ২৭ জুলাই। বাকি তিন ম্যাচ হবে হেডিংলি, ওল্ড ট্রাফোর্ড এবং ওভালে। ৪৬ দিনের অ্যাশেজ শেষে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড।


যেখানে কিউইদের বিপক্ষে চারটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে জস বাটলারের দল। ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া সিরিজটি শেষ হবে ১৫ সেপ্টেম্বর। বিশ্বকাপের প্রস্তুতির জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড।


আগামী বছর ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে নারী অ্যাশেজও। যেখানে এক টেস্টের সঙ্গে থাকছে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি। এরপর শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে খেলবে ইংলিশ মেয়েরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball