promotional_ad

হার্শালের ওপর দোষ চাপাতে নারাজ হার্দিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছে ভারত। এমন হারের পর ভারতীয় বোলারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে হার্শাল প্যাটেল ১৮তম ওভারে ২২ রান দিলে ম্যাচ ছিটকে যায় ভারত।


ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হার্শালের পাশে দাঁড়িয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তিনি মনে করেন ম্যাচ কোথায় ভারতের হাত থেকে বেরিয়ে গেছে তা ঠিক করে বলা যাবে না মনে করেন তিনি। তাই সব দোষ হার্শালের ওপর চাপাতে নারাজ তিনি।


promotional_ad

এ প্রসঙ্গে হার্দিক বলেন, ‘ম্যাচটি কোথায় হাতছাড়া হয়েছে তা ঠিক করে বলা যাবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমরা এক ওভারে ২৪ বা ??৫ রান করেছি। এটা কোন ব্যাপার নয়। আরও দুটি ম্যাচ বাকি আছে, আমরা ভালো করার চেষ্টা করব।'


ভারতের বড় সংগ্রহের জবাবে দারুণ খেলেছেন অজি ব্যাটাররা। তাই তাদের কৃতিত্ব দিয়েছেন তিনি। হার্দিকের ভাষ্য, ‘মাঠে শিশির কোনও ফ্যাক্টর ছিল না। অস্ট্রেলিয়া ভালো খেলেছে এবং জয়ের কৃতিত্ব তাদের প্রাপ্য। আমরা আমাদের পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারিনি। আমাদের আরও ভালো করতে হবে।’


ইনজুরি কাটিয়ে উঠে এখনও ম্যাচ খেলার মতো ফিট নন ভারতের স্ট্রাইক বোলার জসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলে এই পেসারের কথাই মনে পড়ছে হার্দিকের। বুমরাহ না থাকলেও দলের বাকি বোলারদের ওপর আস্থা রাখছেন তিনি।


হার্দিক বলেন, ‘আমরা সবাই জানি সে (বুমরাহ) কী করতে পারে এবং একজন খেলোয়াড় আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কিছু উদ্বেগ থাকতে পারে (বোলিং নিয়ে) কিন্তু আমি মনে করি না এতে কোনও সমস্যা আছে। আমাদের খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে হবে। এরা দেশের সেরা ১৫ জন খেলোয়াড় এবং সে কারণেই তারা দলে আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball