Connect with us

বাংলাদেশ ক্রিকেট

টেস্ট থেকে অবসরে যাচ্ছেন রুবেল


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

সাদা পোশাকে আর দেখা যাবে না রুবেল হোসেনকে। এমনকি প্রথম শ্রেণির ক্রিকেটেও আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের এই পেসার। মূলত শারীরিক ক্লান্তি ও নতুনদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে আলাপকালে রুবেল বলেন, 'প্রথম শ্রেণির ক্রিকেট বলতে আসলে আমি টেস্ট আর খেলবো না। চারদিনের খেলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।'

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রুবেল। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে। এরপর তাকে আর বাংলাদেশের হয়ে সাদা পোশাকে দেখা যায়নি। ২৭ টেস্টের ক্যারিয়ারে রুবেল মোট ৩৬টি উইকেট নিয়েছেন। 

এ ছাড়া গত বছরের এপ্রিলের পর আর আন্তর্জাতিক ক্রিকেটেও খেলা হয়নি তার। রুবেল জানিয়েছেন, টেস্ট ক্রিকেট নিয়ে আর কোনো ভাবনা নেই তার। যদিও সীমিত ওভারের ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।



রুবেল বলেন, 'আন্তর্জাতিক বলতে টেস্টই খেলবো না। অনেক বছর ধরে ক্রিকেট খেলছি তাই আমার শরীরের একটা বিষয় আছে। সবকিছুই আসলে বিবেচনা করছি। চিন্তা করছি টেস্ট ম্যাচ খেললে ইনজুরিতে পড়ে যাবো। টেস্ট খেলার জন্য তো ফিটনেসও লাগে। এগুলো সবই বিবেচনা করছি। চারদিনের বিসিএল বা এনসিএল না খেললেও ওয়ানডে ও টি-টোয়েন্টি এই দুটি ফরম্যাটেই মূল মনোযোগ রাখতে চাচ্ছি।'

জাতীয় দলে ফেরার আশা অবশ্য ছাড়ছেন না বাংলাদেশের এই পেসার। আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। এই টুর্নামেন্টে ভালো করে আবারও জাতীয় দলে ফেরার আসায় আছেন তিনি।

নিজের ভাবনার কথা জানিয়ে রুবেল বলেন, 'এখন আসলে আমার ভাবনা শুধু ওয়ানডে ও টি-টোয়েন্টি নিয়ে। এই দুই ফরম্যাটে আরও অনেকদিন খেলতে চাই এবং দেশকে সার্ভিস দিতে চাই। পারফর্ম করলে তো অবশ্যই তারা জাতীয় দলের জন্য বিবেচনা করবে। সামনে বিপিএল আছে, প্রিমিয়ার লিগ আছে সেখানে ভালো করলে তারা অবশ্যই আমাকে নিয়ে ভাববে।'

সর্বশেষ

৩ জুন, শনিবার, ২০২৩

ইনিংস ব্যবধান এড়িয়ে ৪ বলে হারল আয়ারল্যান্ড

৩ জুন, শনিবার, ২০২৩

মনোবিদ নিয়ে ঢাকায় এলেন হাথুরুসিংহে

৩ জুন, শনিবার, ২০২৩

‘আইপিএল নিলামে শাহীন আফ্রিদি-হারিসরা মিলিয়ন ডলার দাম পাবে’

৩ জুন, শনিবার, ২০২৩

রশিদ ওয়ানডে ও টেস্টে আহামরি বোলার নয়: আকরাম খান

৩ জুন, শনিবার, ২০২৩

প্রথম দুই অ্যাশেজ টেস্টের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা

৩ জুন, শনিবার, ২০২৩

পেছনে তাকাতে চান না রাহানে, শুরু করতে চান নতুন করে

৩ জুন, শনিবার, ২০২৩

‘এখনই গিলকে শচিন ও কোহলির সঙ্গে তুলনা করা অনুচিত’

৩ জুন, শনিবার, ২০২৩

পাকিস্তান সিরিজেই টেস্ট থেকে অবসরে যাচ্ছেন ওয়ার্নার

৩ জুন, শনিবার, ২০২৩

শামিকে হুমকি মানছেন পন্টিং-গিলেস্পি

৩ জুন, শনিবার, ২০২৩

এশিয়া কাপ আয়োজন করতে চেয়ে পাকিস্তান সিরিজ হাতছাড়া করছে শ্রীলঙ্কা!

আর্কাইভ

বিজ্ঞাপন