Connect with us

ইংল্যান্ড- দক্ষিণ আফ্রিকা সিরিজ

১৭ উইকেট পতনের দিনে ইংল্যান্ডের লিড


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

দ্যা ওভালে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে অবশেষে মাঠে গড়িয়েছে খেলা। তৃতীয় দিনে দুই দলের মিলে পতন হয়েছে ১৭ উইকেটের। এখন পর্যন্ত ৩৬ রানের লিড পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

ম্যাচের প্রথম দিন টস হলেও খেলা হয়নি বৃষ্টির জন্য। তারপরের দিন ইংল্যান্ডের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি সম্মান জানাতে খেলা হয়নি। তৃতীয় দিন খেলা শুরু করা হয় প্রয়াত রানির জন্য এক মিনিট নীরবতা পালনের পর।


প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা করতে পেরেছে মাত্র ১১৮ রান। জেমস অ্যান্ডারসন, অলি রবিনসন এবং স্টুয়ার্ট ব্রডদের দাপটে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।


দলটির হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন মার্কো জানসেন। এছাড়া খায়া জন্ডো ২৩ এবং কেশভ মহারাজ ১৮ রান করেন। ইংল্যান্ডের হয়ে রবিনসন পাঁচটি এবং ব্রড চারটি উইকেট নেন।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি ইংল্যান্ডও। একটু পর পর উইকেট হারাতে থাকে স্বাগতিকরাও। ইংল্যান্ডকে চেপে ধরেন কাগিসো রাবাদা এবং মার্কো জানসেন।

ব্যাটারদের যাওয়া আসার মধ্যে এ দিন ইংল্যান্ডের হয়ে ৬৭ রান করেন অলি পোপ। এ ছাড়া জো রুট ২৩ এবং অ্যালেক্স লিস ১৩ রান করেন। ইংল্যান্ড দিন শেষ করেছে সাত উইকেটে ১৫৪ রান করে।

সাউথ আফ্রিকার হয়ে চার উইকেট নেন জানসেন এবং দুই উইকেট নেন রাবাদা। একটি উইকেট নেন অ্যানরিখ নরকিয়া।

তৃতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর-

সাউথ আফ্রিকা প্রথম ইনিংস- ১১৮/১০ (৩৬.২ ওভার) (জানসেন ৩০, জন্ডো ২৩; রবিনসন ৫/৪৯, ব্রড ৪/৪১)।
ইংল্যান্ড প্রথম ইনিংস- ১৫৪/৭ (৩৩.৪ ওভার) (পোপ ৬৭, রুট ২৩; জানসেন ৪/৩৪, রাবাদা ২/৭৮)।

সর্বশেষ

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

চোটে পড়ার ম্যাচে বাজিতে হারলেন ম্যাক্সওয়েল

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘বাংলাদেশের বিপক্ষে বেশি চাপ নিয়ে ফেলেছিল আফগানিস্তান’

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

জিম্বাবুয়ের রোমাঞ্চকর ও নাটকীয় জয়ের নায়ক রাজা

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

তৃতীয় বলেই উইকেট হারাল বাংলাদেশ

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নাসুমের ৫ উইকেট ও রাজার তোপে ইষ্ট জোনের লিড

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

‘বড় ক্রিকেটার হতে হলে দেশের বাইরে ভালো খেলতে হবে’

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

শচিনের সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারবেন না কোহলি, বিশ্বাস লারার

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে বাংলাদেশের নাহিদা-ফারজানা

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

গম্ভীর সিনিয়র ক্রিকেটারদেরও সম্মান দেন না, অভিযোগ শ্রীশান্থের

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রধান কোচের দায়িত্বে ওয়াটসন

আর্কাইভ