promotional_ad

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন অলক কাপালী

আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জাতীয় দলের হয়ে খুব বেশি টেস্ট খেলতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে লঙ্গার ভার্সনে খেলে যাচ্ছিলেন অলক কাপালি। তবে তরুণদের সুযোগ দিতে এবং পরিবারকে সময় দিতে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।


সোমবার (২৯ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে এক বার্তা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কাপালী। ২০০০-০১ মৌসুম থেকে প্রথম শ্রেণির ক্রিকেট মাতানোর সময় যারা বিভিন্নভাবে তাকে সহায়তা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। 


promotional_ad

এ প্রসঙ্গে কাপালী লিখেন, ‘আমি ২০০০-০১ মৌসুম থেকে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে আসছি। বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ফরম্যাটে অংশগ্রহণ করেছি । এই দীর্ঘ পথচলায় অনেকেই আমাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, উনাদেরসহ সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীর কাছে আমি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’


‘আমি বাংলাদেশ ও বৃহত্তর সিলেটের ক্রীড়াঙ্গনের অংশ হতে পারায় গর্বিত। আমি মনে করি এখন তরুণ ক্রিকেটারদের জন্য আরও বেশি প্রথম শ্রেণির ক্রিকেট খেলার সুযোগ করে দেওয়া উচিত। তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসার জন্য এবং আমার পরিবারকে বেশি সময় দেওয়ার লক্ষ্যে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’


জাতীয় দলের হয়ে ১৭ টেস্ট খেলা কাপালি ব্যাট হাতে করেছেন ৫৮৪ রান। এ ছাড়া বল হাতে ৬টি উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের জার্সিতে সেভাবে আলো ছড়াতে না পারলেও ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭২ ম্যাচে ৯ হাজার ১৩৮ রান করেছেন। বল হাতে নিয়েছেন ২১৭ উইকেট। লঙ্কার ভার্সনে না খেললেও ঘরোয়াতে সংক্ষিপ্ত ফরম্যাটের খেলা চালিয়ে যাবেন তিনি। 


কাপালী লিখেন, ‘আমি ২০২২-২৩ মৌসুম থেকে শুধুমাত্র লিমিটেড ওভার ক্রিকেট (ওডিআই, টি-টোয়েন্টি ইত্যাদিতে) অংশগ্রহণ করবো। আমি বৃহত্তর সিলেটের ক্রিকেটের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। সিলেটের ক্রিকেটের উন্নয়নের জন্য যেকোনো সহায়তার জন্য আমি সাধ্যমত চেষ্টা করবো প্রতিশ্রুতি ব্যক্ত করছি।‘



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball